১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


সেই মাঠেই আবার ম্যাচ সেরা মোস্তাফিজ

মোস্তাফিজুর রহমান, গতকালের ম্যাচে - ছবি : এএফপি

সর্বশেষ ম্যান অব দ্য ম্যাচ কোথায় হয়েছিলেন সংবাদ সম্মেলনে সেটি মনে করতে অনেক বেগ পেতে হলো মোস্তাফিজকে। একটু ভাবার পর মনে করতে পারলেন। বললেন ‘এই মাঠেই মনে হয়.... সেটি আয়ারল্যান্ডের বিপক্ষে।’

সেটি ২০১৭ সালের মে মাসের ঘটনা। ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডে এবারের মতোই একটি ত্রিদেশীয় সিরিজ খেলেছিল বাংলাদেশ। সেই টুর্নামেন্টেই মালাহাইডে আইরিশেদর বিপক্ষে ২৩ রানে ৪ উইকেট নিয়ে মুস্তাফিজ পেয়েছিলেন ম্যাচ সেরার পুরস্কার। আবার সেই মাঠেই ম্যাচ সেরার পুরস্কার উঠলো তার হাতে। এবারও সেই চার উইকেট, বিনিময়ে খরচ করেছেন ৪৩ রান।

সাধারণ পরিসংখ্যান নিয়ে খুব একটা চিন্তা করতে দেখা যায় না কাটার মাস্টারকে। তার যত মনোযোগ ম্যাচে। দুই বছর আগের সেই ম্যাচের পর থেকে যে ফর্মের বাইরে ছিলেন এমনটা নয়। সেই ম্যাচের পর থেকে এই ম্যাচের আগ পর্যন্ত বাংলোদেশের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। ৪১ উইকেট নিয়েছেন ২৮ ম্যাচে। তবে ম্যান অব দা ম্যাচ হতে পারেননি। গত এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জেতানো পারফরম্যান্সে ৪ উইকেট নিয়েছিলেন, কিন্তু দারুণ ইনিংসে সেদিনের সেরা ছিলেন মুশফিকুর রহিম।

ম্যাচ সেরা হওয়ার পর মোস্তাফিজ বলেন, ‘অবশ্যই ভালো লাগছে, অনেক দিন পর ম্যাচ সেরা হলাম। প্রথম উইকেট পাওয়ার পর আত্মবিশ্বাস পেয়ে গিয়েছিলাম। আর স্লগ ওভারে তো বল করতে করতে অভ্যস্ত হয়ে গেছি এখন।’
এরপর হাসিমুখে বললেন পরের ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটা এত দেরিতে পেতে চান না।


আরো সংবাদ



premium cement
শেরপুর পৌরসভার মেয়র খোকা সাময়িক বরখাস্ত জাতীয় নিরাপত্তা পরিষদে নিযুক্ত ইসরাইলি কর্মকর্তার পদত্যাগ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে পররাষ্ট্রের সংসদীয় কমিটির প্রতিনিধিরা হালাল খাদ্যের বাজার ধরতে কমপ্লায়েন্স ইকো-সিস্টেম গড়ে তোলার আহ্বান ব্যবসায়ীদের জলাবদ্ধতায় দুর্ভোগে এলাকাবাসী, হুমকিতে শিল্পকারখানা পঞ্চপল্লীর মন্দিরে অগ্নিসংযোগে নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার প্রমাণ মেলেনি ফিলিস্তিনের গাজায় অবিলম্বে ইসরাইলি নৃশংসতা বন্ধ করতে হবে : জামায়াত আমির ১২ দলীয় জোট ও এলডিপির সাথে বিএনপির লিয়াজোঁ কমিটির বৈঠক ঘরে বসেই হজযাত্রীরা পাবে প্রাক-নিবন্ধন রিফান্ডের টাকা মেলান্দহে মাদরাসার ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার সেরা কাজের পুরস্কার দিয়েছে চলচ্চিত্র পরিচালক সমিতি

সকল