০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


মোস্তাফিজ-শিমুর বিয়ের দেনমোহর কত?

- ছবি : সংগৃহীত

দ্য ফিজের বিয়েটা হয়ে গেল অনেকটা হুট করেই। ২২ মার্চ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান প্রথম বর্ষের শিক্ষার্থী সামিয়া পারভীন শিমুর সঙ্গে নতুন জীবনে পার রাখেন কাটার মাস্টার। মায়ের পছন্দের পাত্রী শিমু সম্পর্কে মোস্তাফিজের আপন মামাত বোন। হঠাৎ বিয়ে হওয়ায় সাধারণ মানুষের মনে অনেক প্রশ্ন আর আগ্রহ রয়ে গেছে ফিজের বিয়ে নিয়ে।

মোস্তাফিজের পারিবারিক সূত্রে জানা গেছে, শিমু আগে থেকেই মোস্তাফিজের মায়ের পছন্দের পাত্রী ছিলেন। মোস্তাফিজের মেজো ভাই মাহফুজুর রহমান মিঠু জানিয়েছেন যে মায়ের সিদ্ধান্তেই এভাবে হঠাৎ করে ২৩ বছর বয়সী এই পেসারের বিয়ের আয়োজন।

তিনি বলেন, 'নিউজিল্যান্ডে অনাকাঙ্ক্ষিত ঘটনার মুখোমুখি হওয়ার পর থেকেই মোস্তাফিজ খুব ঘাবড়ে গিয়েছিল। সেইজন্য আমরা ঠিক করি যে তাকে বিয়ে দেয়া হবে। এটা আমাদের মায়ের সিদ্ধান্ত ছিল। বিশ্বকাপের পর বিবাহ পরবর্তী অনুষ্ঠান করা হবে।'

শুক্রবার বেলা আড়াইটায় ২৫ জনের মতো বরযাত্রী নিয়ে কনের বাড়ি যান মোস্তাফিজ। এসময় তার গায়ে ছিল জাঁকালো শেরওয়ানি। তবে পরেননি কোনো পাগড়ী। নিজ পায়ে হেঁটে বিয়ের মঞ্চে আসন গ্রহণ করেন তিনি। এরপর নওয়াপাড়া ইউনিয়নের বিবাহ রেজিস্টার আবুল বাশার ৫ লাখ ১ টাকা দেনমোহরে তার ও সামিয়া পারভীন শিমুর বিয়ে পড়ান।

গত ১৫ মার্চ নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে আল নূর মসজিদে সন্ত্রাসী হামলায় অল্পের জন্য বেঁচে গেছেন মোস্তাফিজসহ জাতীয় দলের ক্রিকেটাররা। ওই হামলায় ৫০ জন নিহত হয়েছেন। এরপর বাতিল হয় সিরিজের তৃতীয় টেস্ট। ১৬ মার্চ তড়িঘড়ি করে বিমানের টিকিট জোগার করে দেশে ফেরানো হয় ভীতসন্ত্রস্ত ক্রিকেটারদের। দেশে ফিরেই সাতক্ষীরায় নিজ গ্রামের বাড়িতে ছুটে যান মোস্তাফিজ। এরপরেই সোজা বিয়ের পিঁড়িতে।


আরো সংবাদ



premium cement