১৬ জুন ২০২৪
`

কবি মোশাররফ হোসেন খানের জন্মদিন আজ

-

আশির দশকের অন্যতম কবি মোশাররফ হোসেন খানের ৬২তম জন্মদিন আজ।
মোশাররফ হোসেন খান ১৯৫৭ সালের ২৪ আগস্ট জন্মগ্রহণ করেন। তার জন্মস্থান-যশোর জেলার ঝিকরগাছা উপজেলার অন্তর্গত বাঁকড়া গ্রামে। পিতা ডা: এম এ ওয়াজেদ খান এবং মাতা-বেগম কুলসুম ওয়াজেদ।
তিনি সাহিত্য পত্রিকা-মাসিক ‘নতুন কলম’ ও মাসিক ‘নতুন কিশোরকণ্ঠ’-এর সম্পাদক।
বাংলা কবিতাকে বিশ্বাস, আদর্শ, ঐতিহ্য এবং মৌল চেতনার সাথে আধুনিকতাকে সম্পৃক্ত করে তিনি আধুনিক কবিতার বাঁক পরিবর্তনে সচেষ্ট রয়েছেন। সাহিত্যের প্রায় প্রতিটি শাখায় মোশাররফ হোসেন খানের পদচারণায় আমাদের সাহিত্য ভাণ্ডারটি সমৃদ্ধ হয়ে উঠেছে। তার কবিতার মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছেÑ ইতিহাস ঐতিহ্য এবং মহাজাগতিক রহস্য। দেশ ও আন্তর্জাতিক বীক্ষণ তার কবিতার অনিবার্য অনুষঙ্গ।
তার বহু কবিতা এবং ছোটগল্প বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।
কবিতা, গল্প, ছড়া, উপন্যাস, কিশোরতোষসহ এ পর্যন্ত তার প্রায় শতকের কাছাকাছি গ্রন্থ প্রকাশিত হয়েছে। ‘বাংলা ভাষা ও সাহিত্যে মুসলিম অবদান’সহ তিনি সম্পাদনা করেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ ও সংকলন।
তার বিখ্যাত ও বহুল পঠিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছেÑ ‘হৃদয় দিয়ে আগুন’, ‘নেচে ওঠা সমুদ্র’, ‘বিরল বাতাসের টানে’, ‘পাথরে পারদ জ্বলে’, ‘সবুজ পৃথিবীর কম্পন’, ‘দাহন বেলায়’, ‘স্বপ্নের সানুদেশ’, ‘পিতার পাঠশালা’, ‘কবিতাসমগ্র’-১ প্রভৃতি।
কবিতায় বিশেষ অবদানের জন্য তিনি এ পর্যন্ত বহু পুরস্কার, পদক ও সম্মাননায় ভূষিত হয়েছেন। বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement