২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বদি নয়, আ’লীগের মনোনয়ন পাচ্ছেন তার স্ত্রী!

আবদুর রহমান বদি ও তার স্ত্রী শাহীন চৌধুরী। - ছবি: সংগৃহীত

বহুল আলোচিত-সমালোচিত কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফের) দুইবারের সংসদ সদস্য আবদুর রহমান বদি আওয়ামীলীগের মনোনয়ন পাচ্ছেন না এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু বদি মনোনয়ন না পেলেও কক্সবাজার-৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন পাচ্ছেন বদির স্ত্রী শাহীন চৌধুরী।

এমপি বদির স্ত্রী উপজেলা আওয়ামী লীগের প্রাথমিক সদস্যও নন বলে জানা গেছে।

স্থানীয়দের মাঝে আব্দুর রহমান বদির জনপ্রিয়তা রয়েছে বলে তার অনুসারি নেতাকর্মীদের দাবি। তাই ভোটারদের মাঝে বদির জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্য স্ত্রী শাহীন চৌধুরীকে মনোনয়ন দেয়া হতে পারে বলে জানা গেছে। আজ-কালের মধ্যেই দল থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে।

এদিকে আবদুর রহমান বদিকে নিয়ে বিপাকে আছে স্থানীয় আওয়ামী লীগ। একদিকে বদির বিরুদ্ধে মাদকের পৃ্ষ্ঠপোষকতা দেয়ার অভিযোগ রয়েছে। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকায়ও তার নাম রয়েছে। এ নিয়ে ক্ষমতাসীন আওয়ামীলীগ বেশ বিব্রতকর অবস্থায় পড়েছে।

অপর দিকে নিজ নির্বাচনী এলাকায় বদির রয়েছে বেশ জনপ্রিয়তা। এই আসনে বদির বিকল্প হিসেবে কোনো যৌগ্য প্রার্থীও পাচ্ছে না আওয়ামী লীগ। তাই বদির স্ত্রী শাহীন চৌধুরীকে বেছে নিয়েছে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড।

এদিকে এই আসনে আওয়ামীলীগের মনোনয়নপ্রত্যাশীরা আবদুর রহমান বদি বা তার স্ত্রীকে মনোনয়ন না দেয়ার জন্য প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন বলে জানা গেছে।

উল্লেখ্য , কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন চেয়ে ২৭ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেন। তন্মধ্যে এমপি আবদুর রহমান বদিসহ ৪ জন রয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি।

 


আরো সংবাদ



premium cement
জিম্বাবুয়েকে হারিয়ে বিশ্বকে চমকে দিলো ভানুয়াতু বিতর্কিত ক্যাচের ছবির ক্যাপশনে মুশফিক লিখেছেন ‘মাশা আল্লাহ’ উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় ৭৩ জনকে বহিষ্কার করলো বিএনপি মিরসরাইয়ে অবৈধ সেগুনকাঠসহ কাভার্ডভ্যান জব্দ মানিকগঞ্জে আগুনে পুড়ে যাওয়া মলিরানীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্বরেকর্ড ইন্দোনেশিয়ার নারী ক্রিকেটার রোহমালিয়ার ‘এখন আমি কী নিয়ে বাঁচব’ যদি বন্ধু হও, সীমান্তে অহরহ গুলি কেন : ভারতকে ফারুক সাহারা মরুভূমির গরমের মতো অনুভূত হচ্ছে : সরকারকে দায়ী করে রিজভী মধুখালীর পঞ্চপল্লীতে ২ ভাইকে হত্যার প্রতিবাদে সমাবেশ শ্রীলঙ্কাভিত্তিক এয়ারলাইন্স ফিটসএয়ারের ঢাকা-কলম্বো সরাসরি ফ্লাইট চালু

সকল