২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

হানিফ পরিবহনের দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ৮

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সড়কের সয়দাবাদে হানিফ পরিবহনের দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয় - নয়া দিগন্ত

হানিফ পরিবহণের দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন। বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এসআই তরিকুল ইসলাম জানান, হানিফ পরিবহনের একটি বাস ঢাকা থেকে উত্তরবঙ্গের হিলি যাচ্ছিল। বাসটি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের সয়দাবাদ এলাকায় পৌছলে কুষ্টিয়া থেকে ঢাকাগামী একই কোম্পানীর অপর একটি বাস রোড ডিভাইডার থাকা সত্বেও রাস্তার ডান দিকে (রঙ সাইডে) ঢুকিয়ে দেয়। ফলে দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেয়ার পর আরও দুজন মারা যান। এদের মধ্যে একজন মহিলাও রয়েছেন।

আরো পড়ুন : রাজবাড়ীতে সড়ক দুর্ঘটনা ও বিদ্যুৎস্পৃষ্টে দুইজনের মৃত্যু
রাজবাড়ী সংবাদদাতা, (০৬ মার্চ ২০১৯)

রাজবাড়ীর পাংশায় সড়ক দুর্ঘটনায় শিকু মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী ও গোয়ালন্দে বিদ্যুতর খুঁটিতে লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর আড়াইটার দিকে পাংশা-বাহাদুরপুর আঞ্চলিক সড়কের সরদারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিকু মোল্লা উপজেলার হাবাসপুর ইউনিয়নের পশ্চিম চরঝিকরি গ্রামের জামাল মোল্লার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পাংশা থেকে মোটরসাইকেল যোগে শিকু ও রাকিব বাড়ি ফিরছিলো। পথে সরদারপাড়া এলাকায় পৌঁছাতেই বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ভটভটির সাথে সংঘর্ষ হয়। ঘটনাস্থল থেকে স্থানীয়রা শিকু ও রাকিবকে গুরুতর আহত অবস্থায় পাংশা হাসপাতালে নিয়ে আসে। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিকু মোল্লাকে মৃত ঘোষণা করেন। আহত রাকিবকে চিকিৎসা দেয়া হচ্ছে।

অপরদিকে রাজবাড়ী জেলার গোয়ালন্দে বিদ্যুতের খুঁটিতে লাইন টানার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদ হাসান (২৫) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। বুধবার দুপুর ১টার দিকে জেলার গোয়ালন্দ উপজেলার আখ সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাহিদ হাসান যশোর জেলার মেহেরপুর কেশবপুর গোপসেনা গ্রামের মো. নাসিরের ছেলে।

নিহত নাহিদের চাচাতো ভাই ও বৈদ্যুতিক লাইন টানার কাজের ফোরম্যান আব্দুল কাদের বলেন, ‘গত ২৫ দিন আগে নাহিদ যশোর থেকে রাজবাড়ীতে কাজে আসে। বুধবার সকালে খুঁটিতে কাজ করার সময় সে ওপর থেকে নিচে পড়ে যায়। দ্রুত তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. এস এম তারেক আনাম জানান, ‘নাহিদকে আসলে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসে লোকজন। এ ব্যাপারে রাজবাড়ী সদর থানা পুলিশকে জানানো হয়েছে। তবে নাহিদের চোখে রক্ত ঝরছিল।


আরো সংবাদ



premium cement
দোয়ারাবাজারে পরকীয়া সন্দেহে স্ত্রীকে হত্যা : স্বামীর আমৃত্যু কারাদণ্ড গাজীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে

সকল