২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ছাত্রশিবিরের ইফতার মাহফিলে বক্তারা মাহে রমজানের চেতনায় তাকওয়া অর্জনের মাধ্যমে দুর্নীতিমুক্ত সমাজ গঠন সম্ভব

-

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ উল্লাহ বলেছেন, মাহে রমজান মাস রহমত, বরকত, মাগফিরাত এবং নাজাতের মাস। এ মাস কুরআন নাজিলের মাস। কুরআন বিজয়ের মাস। তাই কুরআনকে জানতে হবে, কুরআনকে বুঝতে হবে। কুরআনকে মানার জন্য এবং কুরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাহে রমজানের চেতনায় তাকওয়া অর্জন করার মাধ্যমে দুর্নীতি মুক্ত সমাজ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হাটহাজারী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত ‘মাহে রমজানের তাৎপর্য’ শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ছাত্রশিবির নেতা তাওহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির নগর উত্তর সেক্রেটারি হাসান এলাহী এবং জামায়াতে ইসলামী দক্ষিণ রাউজান থানা আমির মুছা চৌধুরী। বক্তব্য রাখেন জামায়াত নেতা আবদুর রহমান, শিবির নেতা আহসান উল্লাহ, জামায়াত নেতা নিজাম উদ্দিন চৌধুরী ও সাইফুদ্দিন চৌধুরী প্রমুখ।

 


আরো সংবাদ



premium cement

সকল