১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলকদ ১৪৪৫
`


ইস্টার্ন রিফাইনারির বার্ষিক সাধারণ সভা সম্পন্ন

-

বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশনের (বিপিসি) অঙ্গ প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারি লিমিটেডের (ইআরএল) ৪২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি কোম্পানির উত্তর পতেঙ্গার রেজিস্টার্ড কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন ইআরএল বোর্ড চেয়ারম্যান ও প্রধামন্ত্রীর কার্যালয়ের মুখ্য সমন্বয়ক (এসডিজি) মো: আবুল কালাম আজাদ। বার্ষিক সাধারণ সভায় ২০১৭-২০১৮ অর্থবছরের নিরীক্ষিত হিসাব সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষে অনুমোদন করা হয়। সভায় উপস্থিত শেয়ার হোল্ডাররা কোম্পানির ২০১৭-২০১৮ অর্থবছরের সার্বিক কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেন। আলোচ্য অর্থবছরে ইআরএল ১২ লাখ ৪১ হাজার ৭৩০ মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধন করে সরকারি কোষাগারে ১৬ কোটি ৭৫ লাখ ৩০ হাজার টাকা জমা দিয়ে প্রায় ১৩ কোটি ১১ লাখ ৯৪ হাজার টাকা করপূর্ব নিট মুনাফা অর্জন করেছে। কোম্পানির মুনাফা অর্জনের ধারা অব্যাহত রাখা এবং সার্বিক কার্যক্রম অত্যন্ত নিষ্ঠা ও ঐকান্তিকতার সাথে সম্পাদিত হওয়ায় সভায় ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ও সর্বস্তরের কর্মকর্তা এবং শ্রমিক-কর্মচারীদের প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করা হয়। সভায় বিপিসি চেয়ারম্যান (সচিব) মো: সামছুর রহমান, অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো: নজরুল ইসলাম, বিপিআই মহাপরিচালক মো: ওয়াছিম জব্বার, বিপিসির পরিচালক (বিপণন) মো: সরওয়ার আলম, বিপিসির পরিচালক (অপারেশন ও পরিকল্পনা) সৈয়দ মেহেদী হাসান, পরিচালক বিপিসির পরিচালক (অর্থ) আলতাফ হোসেন চৌধুরী, বিপিসির সচিব কাজী মোহাম্মদ হাসান, ইআরএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো: আকতারুল হক, ইআরএলসহ বিপিসি ও ইআরএল-এর অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। পরিশেষে ইআরএল বোর্ডের চেয়ারম্যান মো: আবুল কালাম আজাদ কোম্পানির কার্যক্রম পরিচালনায় তাকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও কোম্পানির উত্তরোত্তর সমৃদ্ধি অর্জনে সবার সহযোগিতা কামনা করেন।


আরো সংবাদ



premium cement