২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

বেসরকারি আইসিডিতে আরো ৯ ধরনের পণ্য ডেলিভারির প্রস্তাব

-

চট্টগ্রাম বন্দরে চাপ কমাতে ৩৭ ধরনের আমদানি পণ্য বর্তমানে বেসরকারি আইসিডিগুলোতে ডেলিভারি দেয়া হয়। বেসরকারি আইসিডিগুলোর প্রশ্নবিদ্ধ সমতার মাঝেই আরো ৯ ধরনের পণ্য নতুন করে বেসরকারি আইসিডির মাধ্যমে ডেলিভারির প্রস্তাব জাতীয় রাজস্ব বোর্ডের কাছে জমা দিয়েছে বন্দর কর্তৃপ। অবশ্য এরই মধ্যে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপ এ বিষয়ে তাদের আপত্তির কথা জানিয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।
চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে ১৯টি বেসরকারি আইসিডি বিদ্যমান। চট্টগ্রাম বন্দরে জাহাজের টার্ন এরাউন্ড টাইম ও কনটেইনার ডুয়েল টাইম কমাতে বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে সেনা টাস্কফোর্সের হস্তেেপ ৯ ধরনের আমদানিপণ্য বেসরকারি আইসিডিতে ডেলিভারি দেয়ার সিদ্ধান্ত হয়। ওই সিদ্ধান্তে বন্দরে জট পরিস্থিতির কিছুটা উন্নতি দেখা দিলে পরবর্তিতে আর ২৮ ধরনের পণ্য প্রয়োজনীয় শুল্ক কর্তৃপীয় আনুষ্ঠানিকতা শেষে পর্যায়ক্রমে বেসরকারি আইসিডিগুলোর মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। বন্দরকে জটমুক্ত রাখতে বেসরকারি আইসিডিগুলোকে বিকল্প ডেলিভারি পয়েন্ট ভাবা হলেও পণ্য খালাসের সাথে সংশ্লিষ্ট সিঅ্যান্ডএফ এজেন্টের একাধিক মালিক এ প্রতিবেদককে জানিয়েছেন, অফডকগুলো প্রপারলি ডেলিভারি দিতে সম নয়। সেখানে পর্যাপ্ত যন্ত্রাংশের সঙ্কট যেমনি রয়েছে, তেমনি প্রতিশিতি ইকুইপমেন্ট অপারেটরেরও সঙ্কট রয়েছে বলে সিঅ্যান্ডএফ এজেন্টরা জানিয়েছেন। তাছাড়া অধিকাংশ অফডক শহরের বাইরে হওয়ায় পণ্যের আমদানি ব্যয়ও বেড়ে যায় বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। তাদের মতে, সমতার ঘাটতি থাকায় বিদ্যমান ৩৭ ধরনের পণ্য ডেলিভারিতেই বিভিন্ন সময়ে হিমশিম অবস্থায় পড়তে হয়। এমনি পরিস্থিতি নতুন করে আরো আমদানি পণ্য যোগ হলে সঙ্কট বাড়বে।
বন্দর সূত্র জানিয়েছে, চট্টগ্রাম বন্দরে প্রতি মাসে গড়ে প্রায় এক লাখ টিইইউএস আমদানি পণ্যবাহী কনটেইনার আসে। এর মধ্যে ৫০ শতাংশ অর্থাৎ অর্ধেক কনটেইনার বন্দর ইয়ার্ড হতে সরাসরি ডেলিভারি দেয়া হয়। এছাড়া প্রায় সিকি শতাংশ আমদানিপণ্যবাহী কনটেইনার যায় বেসরকারি আইসিডিগুলোতে। বাকি কনটেইনার আমদানিকারকের গন্তব্যে এবং রেল ওয়াগনযোগে কমলাপুর আইসিডির মাধ্যমে ডেলিভারি দেয়া হয়। বন্দর সংশ্লিষ্টদের দাবি বন্দর ইয়ার্ড থেকে যত দ্রুত ডেলিভারি নেয়া যায়, বেসরকারি আইসিডিগুলোতে ইকুইপমেন্ট স্বল্পতাসহ নানা কারণে যে প্রক্রিয়া অত্যধিক সময় সাপে।
অবশ্য বেসরকারি আইসিডি সংশ্লিষ্টদের দাবি, তাদের সমতা আগের চেয়ে অনেকগুণ বেড়েছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপরে সচিব মো: ওমর ফারুক নয়া দিগন্তকে জানিয়েছেন, বিদ্যমান ৩৭ ধরনের আমদানিপণ্যের পাশাপাশি বেসরকারি আইসিডিতে নতুন করে আরো ৯টি পণ্য ডেলিভারির অনুমতি চেয়েছে বন্দর কর্তৃপ। এসব পণ্যের মধ্যে গুঁড়ো দুধ, আসবাবপত্র, পলিপ্রোপাইলিন, আয়রন স্টিল উল্লেখযোগ্য। বন্দর কর্তৃপরে এই প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ডের বিবেচনাধীন বলে তিনি জানান।
এ দিকে বেসরকারি আইসিডিগুলোর বর্তমান সমতা বিবেচনায় বন্দর কর্তৃপরে প্রস্তাবে চট্টগ্রাম শুল্ক কর্তৃপ সম্মত নন এবং তাদের মতামত ঊর্ধ্বতন কর্তৃপকে জানানো হয়েছে বলে কাস্টমসের একটি সূত্র জানিয়েছে।

 

 


আরো সংবাদ



premium cement
ঈশ্বরদীতে মৌসুমের সর্বোচ্চ ৪২.৪ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড ‘মুক্ত সাংবাদিকতা চরম সঙ্কটে’ ‘রাফা হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরাইলি সেনারা’ ৪৬তম বিএসএস প্রিলি পরীক্ষা : শুরুতেই স্বপ্নভঙ্গ ৮১ শিক্ষার্থীর মরুর উষ্ণতায় ক্ষতির মুখে কৃষি ছেলেদের কারণে বিপাকে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির দুই বিভাগে বৃষ্টি হতে পারে ফ্রান্স, ব্রাজিল ও প্যারাগুয়ে সফরে যাচ্ছেন জাপানের প্রধানমন্ত্রী থাইল্যান্ড সফরকে দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে মাইলফলক বললেন প্রধানমন্ত্রী লালমনিরহাটে বিএসএফের গুলিতে বাংলাদেশী যুবক নিহত এখনো শেষ হয়নি বিতর্কিত আউটের রেশ, ব্যতিক্রমী প্রতিবাদ মুশফিকের

সকল