১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

বৈশাখ

-


বৈশাখের সাথে ওড়ে দাবদাহ বাতাসের হাঁস,
ফলবান বৃক্ষরাজি তবু যেন কালের সম্রাট!
দিগন্তের বুক চিরে ফালা ফালা ফাটল বিরাট...
তবু আশা-নিরাশার কোল ঘেঁষে কৃষকের বাস!

বিশুষ্ক বাতাসে দোলে ধুলোবালি আশঙ্কার বুক
বিস্তৃত প্রান্তর, নদীর কিনার কেবলই ধুধু...
দিগন্তব্যাপী বৈশাখী ঝড়! কাঁপে গৃহ শুধু
উদ্বেগ ও উৎকণ্ঠা! বেড়ে যায় বুকের অসুখ!

ঝরে যায় জীর্ণ পাতা ছিঁড়ে যায় নাওয়ের পাল,
কেড়ে নেয় সূর্য-তৃষা, কাক্সিক্ষত সবুজাভ দৃষ্টি
দূরে চলে যায় বহু প্রতীক্ষার বৈশাখের বৃষ্টি...
হাতের মুঠোয় ঘোরে কামালের পরিশ্রান্ত হাল।

তবুও আসে বৈশাখ মুছে দিতে যাতনার ভার,
নওল বৃষ্টিতে খুলে দেয় বিপুল স্বপ্নের দ্বার॥


আরো সংবাদ



premium cement