১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

গাজায় যুদ্ধবিরতি : স্বাভাবিক জীবনে ফিরেছে ইসরাইল-ফিলিস্তিন

গাজায় যুদ্ধবিরতি : স্বাভাবিক জীবনে ফিরেছে ইসরাইল-ফিলিস্তিন - ছবি : সংগৃহীত

ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে পাঁচ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর গাজা উপত্যকার সীমান্তের দু’পাশে জীবন স্বাভাবিক হতে শুরু করেছে। রোববার মিশরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতিতে সম্মত হয় তারা।

রোববার কাতারের অর্থায়নে পরিচালিত মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইসরাইল গাজার বিদ্যুৎ কেন্দ্রের জন্য জ্বালানি সরবরাহ চালু করেছে। পণ্য চলাচল এবং বাণিজ্যের জন্য সীমান্ত পারাপার এলাকাও খুলে দিয়ছে। দোকানপাট এবং সরকারি অফিস আদালত আবার খুলেছে। রাস্তায় আবার শুরু হয়েছে মানুষ চলাচল।

লড়াইয়ের কারণে এ কয়দিন রাস্তা হয়ে পড়েছিল জনমানবশূন্য। লড়াইয়ে ৩৪ ফিলিস্তিনি এবং এক ইসরাইলিও নিহত হয়েছিল।

২০২১ সালের ১০ দিনের লড়াইয়ের পর এবারই গাজা সীমান্তের এপার-ওপারের মধ্যে সবচেয়ে বাজে সংঘাত হয়েছে।
সূত্র : মিডল ইস্ট মনিটর


আরো সংবাদ



premium cement