১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

দুই দিনে ঢাকা মেডিক্যালে করোনা ইউনিটে ৪৪ জনের মৃত্যু

-

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত দুই দিনে আরো ৪৪ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভ ৮ জন পুরুষের ৫ নারী অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ঢামেকে ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল শনিবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত করোনা ইউনিটে নারী ও পুরুষ মিলে ৪৯৭ জন মারা গেছেন। তাদের মধ্যে ১১৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢামেক হাসপাতালের মর্গ অফিসের ওয়ার্ড মাস্টার আব্দুল গফুর শনিবারে বিকেলে বলেন, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত দুই দিনে আরো ৪৪ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে আটজন পুরুষের এবং ৫ নারীর অন্যরা করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি আরো বলেন, আমাদের এই হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের জন্য এসব ইউনিট শিশু করোনা ইউনিটসহ ৩টি ইউনিট চালু রয়েছে। রোগী ভর্তি ও চিকিৎসার জন্য এসব ইউনিট ২৪ ঘণ্টাই খোলা রয়েছে। এসব ইউনিটে যারা করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন তাদেরকে তাদের আত্মীয়স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভ হিসেবে যারা মারা গেছেন তাদেরকে করোনা বিধি মোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও তিনি জানান।

 


আরো সংবাদ



premium cement