২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

শেয়ারবাজারে দ্বিতীয় দিনেই পতন, ৫২ পয়েন্ট বেড়ে কমলো ৬০

-

টানা ছুুটি শেষে বাজার চালুর এক দিন পরই সূচক কমেছে দেশের দুই শেয়ারবাজারে। এ ছাড়া লেনদেন ছাড়াতে পারেনি ২০০ কোটি টাকার ঘর। সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ডাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৬০ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ১২৮ পয়েন্ট। এর আগে করোনাভাইরাস মহামারী ঠেকাতে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে ৬৬ দিন বন্ধ থাকার পর গতকাল রোববার লেনদেন শুরু হয় শেয়ারবাজারে। ২৫ মার্চ শেষ লেনদেন হয়। লেনদেন চালু হয়ে প্রথমদিনই ঊর্ধ্বমুখী ছিল সূচক। এদিন ডিএসইএক্স সূচক বাড়ে ৫২ পয়েন্ট।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬০ পয়েন্ট কমে তিন হাজার ৯৯৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচকটি ২১ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৮ পয়েন্ট কমে যথাক্রমে ৯২৯ ও ১৩৪৭ পয়েন্টে অবস্থান করছে। সূচক কমলেও এদিন লেনদেন কিছুটা বেড়েছে ডিএসইতে। ডিএসইতে গতকাল ১৯৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়, যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি টাকা বেশি। আগের দিন ডিএসইতে লেনদেন হয়েছিল ১৪৩ কোটি টাকার।
সোমবার ডিএসইতে ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৭টি কোম্পানির, কমেছে ৭০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো- স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, সিলভা ফার্মাসিউটিক্যালস, মুন্নু সিরামিক, ওরিয়ন ফার্মা, সেন্ট্রাল ফার্মা এবং বাংলাদেশ সাবমেরিন কেবল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো- ফনিক্স ফাইন্যান্স, দেশ গার্মেন্ট, বেক্সিমকো ফার্মা, পিএফ ফার্স্ট মি.ফা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, বাংলাদেশ সাবমেরিন কেবল, ইন্দো-বাংলা ফার্মা, হামিদ ফেব্রিক্স ও এসিআই ফরমুলেশন্স।
অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- আইসিবি ইসলামী ব্যাংক, মিথুন নিটিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, এনসিসি ব্যাংক, এবি ব্যাংক ও মতিন স্পিনিং।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই সোমবার ১২৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ৩৪১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১২৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৭টির, কমেছে ৩৪টি এবং অপরিবর্তিত রয়েছে ৬২টির কোম্পানির শেয়ার দর। সোমবার সিএসইতে ৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে দুই কোটি টাকা বেশি। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল তিন কোটি টাকার।
লেনদেন বন্ধ : পুঁজিবাজারে তালিকাভুক্ত সাত কোম্পানির শেয়ার লেনদেন মঙ্গলবার, ২ জুন রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। কোম্পানিগুলো হলো- ইউনাইটেড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, লাফার্জহোলসিম, ডাচ-বাংলা ব্যাংক, বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স, ব্যাংক এশিয়া লিমিটেড। এর আগে কোম্পানিগুলোর শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করে। স্পট মার্কেটে কোম্পানিগুলোর লেনদেন শেষ হবে আজ। রেকর্ড ডেটের পর আগামী ৩ জুন, বুধবার থেকে কোম্পানিগুলোর শেয়ার লেনদেন চালু হবে।


আরো সংবাদ



premium cement