২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পাটুরিয়া রুটে যাত্রীবোঝাই ফেরি ভিড়তে দেয়নি প্রশাসন

পাটুরিয়া ঘাটে গতকাল যাত্রীবোঝাই ফেরি ফিরিয়ে দেয় প্রশাসন : নয়া দিগন্ত -

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি সংস্থার এক কর্মকর্তার সিদ্ধান্তহীনতার কারণে গতকাল বুধবার হাজারো যাত্রী চরম দুর্ভোগ পোহায়। ফেরিতে যাত্রীবোঝাই ও চলাচলের ক্ষেত্রে স্থানীয় প্রশাসনের সাথে কোন সমন্বয় না করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়।
জানা গেছে, ফেরি সেক্টর বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএম মো: জিল্লুর রহমান ঢাকা নামক এক ফেরিতে রোগীবিহীন চারটি অ্যাম্বুলেন্স ও সহস্রাধিক যাত্রী বোঝাই দিয়ে বেলা একটার দিকে পাটুরিয়ার ৩ নম্বর ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশে ছেড়ে দেন। স্থানীয় প্রশাসন দৌলতদিয়া ঘাটে ফেরি ভিড়তে না দিয়ে উল্টো ফেরত পাঠায়। এতে যাত্রীরা চরম বিপাকে পড়ে ক্যান্টিনে ভাংচুর চালায়।
ডিজিএম জিল্লুর রহমান জানান, যাত্রীর চাপ বৃদ্ধি ও মানবিক কারণে ফেরি ছাড়তে হয়েছে। মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম সাংবাদিকদের জানান, যাত্রী পারাপার বন্ধের নির্দেশনা থাকলেও আইন অমান্য করে ফেরিতে যাত্রী বোঝাই করা হয়েছে। যাত্রীদের পাটুরিয়া ঘাট থেকে পুলিশি ব্যবস্থায় উল্টোপথে ফিরিয়ে দেয়া হয়েছে।

 


আরো সংবাদ



premium cement