১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা

-

কেশবপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। শুক্রবার বিকেলে নির্বাচন পরিচালনা কমিটি এ তফসিল ঘোষণা করে।

প্রেসক্লাব নির্বাচনে পরিচালনা কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম স্বাক্ষরিত তফশিলে উল্লেখ করেছেন নির্বাচন আগামী ৫ সেপ্টেম্বর শনিবার। সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিরতীহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ১০ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১১ আগস্ট আপত্তি গ্রহণ এবং ১৩ আগস্ট চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। ১৬ আগস্ট মনোনয়নপত্র ক্রয় শুরু হবে সকাল ৯টা থেকে। চলবে দুপুর ১টা পর্যন্ত। ১৮ আগস্ট মনোনয়নপত্র জমাদান সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১৯ আগস্ট মনোনয়নপত্র বাছাই বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। ২০ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার। ২২ আগস্ট চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ। নির্বাচন পরিচালনার লক্ষ্যে প্রেসক্লাবের সদস্য আব্দুস সালামকে চেয়ারম্যান ও সাংবাদিক সিদ্দিকুর রহমান ও আব্দুল মোমিনকে নির্বাচন কমিশন করা হয়েছে।


আরো সংবাদ



premium cement