২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

ঢাকা মেডিক্যালের করোনা ইউনিটে আরো ১৮ জনের মৃত্যু

-

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার আরো ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনাভাইরাস পজিটিভে ৫ জন পুরুষের এবং ৫ জন নারীসহ করোনার উপসর্গ নিয়ে অন্যরা মারা গেছেন। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল সোমবার বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিলে ১৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন করোনা আক্রান্ত হয়ে মারা যান।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ওয়ার্ড মাস্টার রিয়াজ উদ্দিন সোমবার বিকালে এই মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গতকাল আরো ১৮ জন মারা গেছেন। তাদের মধ্যে করোনা ভাইরাস পজিটিভ পাওয়া গেছে ৫ জন পুরুষের ও ৫ নারীসহ অন্যরা করোনার উপসর্গ নিয়ে মারা যান। ২ মে থেকে শুরু করা করোনা ইউনিটে গতকাল বিকেল সাড়ে ৫টা পযর্ন্ত এই হাসপাতালে নারী ও পুরুষ মিল ১৬৩ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৩৩ জন করোনা আক্রান্ত হয়ে। তিনি আরো বলেন, করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা আপডাউন করছে। করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চাপ দিনের পর দিন বাড়ছেই। যারা করোনাভাইরাসে উপসর্গ নিয়ে মারা গেছেন মৃতদেহগুলো তাদের আত্মীয়-স্বজনের কাছে পর্যায়ক্রমে হস্তান্তর করা হয়েছে। আর করোনা পজিটিভে যারা মারা গেছেন সেই সব মৃতদেহগুলো করোনা বিধিমোতাবেক তাদের আত্মীয়স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।


আরো সংবাদ



premium cement