২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`

থাইল্যান্ডে মিলল ৫ হাজার বছরের পুরনো তিমি, হতবাক বিজ্ঞানীরা

- ছবি : সংগৃহীত

উষ্ণায়নের বিষয়ে বিগত কয়েক বছর ধরেই সাবধান করছেন বিজ্ঞানী ও পরিবেশবিদরা। গত কয়েক মাসে করোনা মহামারীর কারণে বিশ্বের বেশিরভাগ জায়গায় লকডাউন থাকার ফলে পরিবেশে কিছুটা ভারসাম্য এসেছে।

যদিও তাতে পরিস্থিতির খুব একটা যে বদল হয়নি সম্প্রতি তার প্রমাণ পেলেন থাইল্যান্ডের প্রত্নতত্ত্ববিদরা ও গবেষকরা। রাজধানী ব্যাংককের খুব কাছের একটি সমুদ্র উপকূল থেকে খুঁজে পাওয়া গেল প্রায় ৫ হাজার বছরের পুরনো বিরল প্রজাতির তিমির কঙ্কাল। যে দেখে হতবাক বিজ্ঞানীরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি উষ্ণ আবহাওয়া ও ক্রান্তীয় এলাকায় দেখা মেলা বিরল প্রজাতির ওই ব্রাইড’স প্রজাতির তিমির কঙ্কালের ছবি পোস্ট করেন থাইল্যান্ডের পরিবেশ মন্ত্রী ভারায়ুত শিল্পা আর্চা। ব্যাংককের ১২ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সামুত সাখন উপকূল থেকে উদ্ধার হওয়া বিরল প্রজাতির ওই তিমিটির বয়স ৩ থেকে পাঁচ হাজার বছর পুরনো বলে উল্লেখ করেন।

আরো জানান যে এখন পর্যন্ত কঙ্কালটির ৮০ শতাংশের বেশি উদ্ধার করা সম্ভব হয়েছে। এর মধ্যে মেরুদণ্ড, পাঁজর, পাখনা ও সামনের দিকের একটি অংশের হাড় উদ্ধার হয়েছে। ১২ মিটার অর্থাৎ ৩৯ ফুটের ওই তিমিটির কঙ্কালের মাথার দৈর্ঘ্যই ৩ মিটারের মতো। সব অংশগুলোই অক্ষত রয়েছে। তবে সেটি ফসিলে পরিণত হচ্ছিল।

পরিবেশে মন্ত্রীর এই পোস্টের পরেই এই বিষয়টি নিয়ে শোরগোল পড়ে যায় থাইল্যান্ডের বিজ্ঞানীদের মধ্যে। বিরল প্রজাতির ওই তিমির কঙ্কালের সন্ধান সমুদ্রস্তরে পরিবর্তন ও জীববৈচিত্র্যের বিষয়ে নতুন দরজা খুলে দেবে বলেই অভিমত পোষণ করেন তারা।

এপ্রসঙ্গে সিঙ্গাপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞানী মার্কাস চুয়া জানান, এশিয়ার বিভিন্ন জায়গায় এই ধরনের বিরল তিমির কঙ্কাল বা ফসিলের হদিস মেলে। তবে এই ফসিলটির অবস্থা অন্যদের থেকে ভাল রয়েছে। এটা খুবই বিরল একটা আবিষ্কার।

এর ফলে প্রমাণ হয় ব্যাংকক শহর আজকে যেখানে রয়েছে সেখানে আগে সমুদ্র ছিল। উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের ফলে আজ তা ১২ কিলোমিটার দূরে সরে গিয়েছে। বর্তমান ব্রাইড’স প্রজাতির তিমির সঙ্গে ওই তিমির কী কী তফাত আছে তাও পরিবেশ বদলের বিষয়ে শিক্ষা দেবে।

সূত্র : সংবাদ প্রতিদিন


আরো সংবাদ



premium cement
শ্যামবাজার ঘাটে লঞ্চে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ‘আমার শিশু মেয়েটির যে সর্বনাশ সে করেছে’ বান্দরবানের ৩ উপজেলায় নির্বাচন স্থগিত চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য ইস্তিস্কার নামাজে মুসুল্লিদের ঢল বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বের চাবিটা মনে হয় পার্শ্ববর্তী দেশকে দিয়েছে সরকার : রিজভী চীনের দক্ষিণাঞ্চলীলের গুয়াংডংয়ে সর্বোচ্চ স্তরের বৃষ্টিপাতের সতর্কতা জারি আজমিরীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মর্তুজা হাসান গ্রেফতার মুসলিম শ্রমিক হত্যায় হিন্দু নেতারা চুপ কেন : প্রশ্ন হেফাজত নেতা আজিজুল হকের সাভারে বুধবার ১২ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে গাজা ইস্যুতে শিক্ষার্থীদের বিক্ষোভ সামাল দিতে হিমশিম খাচ্ছে যুক্তরাষ্ট্র ফরিদপুর-খুলনা মহাসড়কে জনতার অবরোধ ভাঙতে টিয়ারশেল ও ফাঁকা গুলি

সকল