২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

জাতিসংঘ সদরদপ্তরে ফিলিপাইনের কূটনীতিক করোনায় আক্রান্ত

জাতিসংঘ সদরদপ্তরে ফিলিপাইনের কূটনীতিক করোনায় আক্রান্ত - ছবি : সংগৃহীত

নিউইয়র্কে ফিলিপাইনের এক কূটনৈতিক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই নগরীর জাতিসংঘ সদরদপ্তরে দায়িত্ব পালন করা এই প্রথম কোনো কূটনীতিক এ মহামারী ভাইরাসে আক্রান্ত হলো। বৃহস্পতিবার কূটনীতিক সূত্র একথা জানায়। খবর এএফপি’র।

গত সোমবার এ কূটনীতিক সর্বশেষ জাতিসংঘ সদরদপ্তরে যান। এর পরের দিনই তার জ্বর হয় এবং তিনি ডাক্তার দেখান। জ্বর হচ্ছে করোনাভাইরাসের একটি উপসর্গ।

ফিলিপাইন মিশনের এক চিঠিতে বলা হয়, ‘আজ তার শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এতে তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।’

এএফপি’র হাতে আসা মিশনের চিঠিতে বলা হয়, ‘ওই দিনই ফিলিপাইন মিশন বন্ধ করে দেয়া হয় এবং এর সকল কর্মকর্তা-কর্মচারীকে স্বউদ্যোগে কোরান্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়েছে।’

এ কূটনীতিক জাতিসংঘ সাধারণ পরিষদের ষষ্ঠ কমিটিতে কাজ করেন। এ কমিটি আইনগত বিভিন্ন বিষয় দেখভাল করে।

এ পর্যন্ত ফিলিপাইনে ৫২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে, যুক্তরাষ্ট্রে ১ হাজার ৬শ’ জনের বেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছে।

সূত্র : বাসস


আরো সংবাদ



premium cement

সকল