২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

দক্ষিণ আফ্রিকার ডারবানের ঐতিহাসিক মসজিদে আগুন

গ্রে স্ট্রিট মসজিদে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে - ছবি : টুইটার

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরের ১৩৯ বছরের পুরনো ঐতিহাসিক গ্রে স্ট্রিট মসজিদে (জুমা মসজিদ) বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

দক্ষিণ গোলার্ধের বৃহত্তম মসজিদগুলোর অন্যতম এ মসজিদটিতে সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে এর কারণ জানা যায়নি।

তবে, সাউথ আফ্রিকান মুসলিম নেটওয়ার্কের চেয়ারম্যান ফয়সাল সুলাইমান বলেন, এর সাতজন কর্মচারীর জন্য যে ফ্লাটটি রয়েছে, সম্ভবত সেখানে কারো কক্ষ থেকে বৈদ্যুতিক গোলযোগের কারণে এটা হতে পারে।

বার্তা সংস্থা এএফফিকে তিনি বলেন, সম্ভবত এটা একটা দুর্ঘটনা, কোনো দুর্বৃত্ত কর্মকাণ্ড নাও হতে পারে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা জানা যায়নি।

টুইটারে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, তিনতলা মসজিদটির ভবনটির উপরের তলা থেকে আগুনের শিখা বের হচ্ছে।

সাত হাজারের মতো মুসল্লির নামাজ আদায়ের ব্যবস্থা থাকা এ মসজিদটিতে অগ্নিকাণ্ডের ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক দুঃখ প্রকাশ করেছেন।

অগ্নিনির্বাপনকারী সংস্থার সদস্যরা দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

জরুরি সেবা সংস্থার মুখপাত্র রবার্ট মেকেনজি এএফফিকে বলেছেন, মসজিদ লাগোয়া আরো তিনটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

মধ্য ডারবানের এ মসজিদটিতে প্রচুর মুসল্লির সমাগম হয়ে থাকে। ঐতিহাসিক এ মসজিদটি পরিদর্শন করেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদী নেতা নেলসন মেন্ডেলা, ব্রিটিশ কণ্ঠশিল্পী ইউসুফ ইসলাম (যিনি কেট স্টিভেনস নামে বেশি পরিচিত) ও বক্সিং সুপারস্টার মোহাম্মদ আলী।

সূত্র : আলজাজিরা


আরো সংবাদ



premium cement