দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।

naya-diganta-21st-anniversary
গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

আসিফ নজরুল গণভোট ও ঐকমত্য কমিশনের প্রস্তাব বাস্তবায়নে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা

‘আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের দু’টি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। একটি হলো জুলাই সনদ বাস্তবায়নের আদেশ, তারপর গণভোট এবং ২৭০ দিনের মধ্যে তা কার্যকর না হলে স্বয়ংক্রিয়ভাবে সংবিধান সংশোধন হয়ে যাবে।’

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠানের নিশ্চয়তা চায় জামায়াত

‘জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়া উচিত নয়। কারণ একই দিনে ভোট হলে জনগণের মনোযোগ মূলত নির্বাচনী প্রতীকের দিকে থাকবে- দাঁড়িপাল্লা, ধানের শীষ ইত্যাদি। ফলে গণভোটের বিষয়টি গুরুত্ব পাবে না।’

মুজিবের ছবি টাঙ্গানোর বিধান বিলুপ্তের বিষয়টি সনদে না থাকায় বিএনপির ক্ষোভ

মুজিবের ছবি টাঙ্গানোর বিধান বিলুপ্তের বিষয়টি সনদে না থাকায় বিএনপির ক্ষোভ

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ ক্ষোভ প্রকাশ করেন।

জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের সিরিজ জয়

১-০ ব্যবধানে এগিয়ে শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে আফগানিস্তান।

এক বছরে সর্বোচ্চ রান তানজিদের, কার রেকর্ড ভাঙলেন

এ বছরে সর্বোচ্চ রানের তালিকায় তৃতীয় স্থানে আছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। ২১ ইনিংসে ৫৬৪ রান করেছেন তিনি। চার ফিফটিতে তার গড় ২৯.৬৮ এবং ১৩২.৭০।

আর্সেনালের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে ইতিহাস গড়লেন ডাউম্যান

এর আগে গোলরক্ষক জ্যাক পোর্টার ১৬ বছর ৭২ দিন বয়সে খেলতে নেমে সর্বকনিষ্ঠ খেলোয়াড়ের রেকর্ড গড়েছিলেন।

ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও চীন একসাথে কাজ করবে : ট্রাম্প

ট্রাম্প বলেন, ‘শি আমাদের সাহায্য করবেন এবং আমরা ইউক্রেন বিষয়ে একসাথে কাজ করব।’

ল্যুভর মিউজিয়ামে ডাকাতি : আরো ৫ সন্দেহভাজন গ্রেফতার

প্রসিকিউটররা জানান, এর আগে আটক হওয়া দুই সন্দেহভাজনকে বুধবার চুরি ও অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করা হয়েছে। তারা আংশিকভাবে অভিযোগ স্বীকার করেছে।

চীনের বিরল খনিজ নিয়ে ১ বছরের নবায়নযোগ্য চুক্তি হয়েছে : ট্রাম্প

ট্রাম্প জানান, চুক্তিটি এক বছরের জন্য হচ্ছে এবং প্রতিবছর পুনরায় আলোচনা করে নবায়ন করা হবে।

ইরান পরমাণু অস্ত্র তৈরি করছে এমন কোনো প্রমাণ নেই : আইএইএ

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান বলেন, নিউইয়র্ক বা ভিয়েনায় ইরানকে ঘিরে কোনো প্রস্তাব গৃহীত হলে আচরণের এক ধরনের পুনরাবৃত্তি দেখা যায়।

গুজব ছড়িয়ে দেশের পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা

বিদেশী প্রতিযোগী দেশগুলোর স্বার্থরক্ষা ও বাংলাদেশী বাজারকে দুর্বল করতেই দেশী-বিদেশী একটি চক্র ‘গুজব ও প্ররোচনার’ মাধ্যমে সুপার কমপ্লায়ান্স বা এ-ওয়ান ক্যাটাগরির কারখানাগুলোকে টার্গেট করছে। এমন পরিস্থিতি শক্ত হাতে দমন করতে না পারলে দেশের পোশাক খাতে বেশ ভালোভাবেই নেতিবাচক প্রভাব পড়বে বলে খাত সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।

সনদ বাস্তবায়নে মতানৈক্যের ছায়া ফেব্রুয়ারির নির্বাচনে

অন্তর্বর্তী সরকার সম্প্রতি সনদের ধারাগুলো বাস্তবায়নে আইনি কাঠামো প্রণয়নের যে খসড়া প্রকাশ করেছে, তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন করে মতবিরোধ তৈরি হয়েছে। এই বিভাজন আসন্ন ফেব্রুয়ারি ২০২৬ জাতীয় নির্বাচনকে কতটা অনিশ্চিত করে তুলতে পারে, সেই প্রশ্ন এখন রাজনৈতিক অঙ্গনের কেন্দ্রে।

সড়ক দুর্ঘটনায় আহতদের পুনর্বাসনে উদ্যোগ নেই

সড়ক দুর্ঘটনায় প্রতিদিনই কর্মক্ষম মানুষ পঙ্গুত্ব বরণ করছে। কিন্তু এসব নাগরিকের পুনর্বাসনে সরকারের কোনো উদ্যেগ নেই। দুর্ঘটনার শিকার হয়ে মানুষ সহায়-সম্বল বিক্রি করে নিজের চিকিৎসা করতে বাধ্য হচ্ছে। পঙ্গু হয়ে যাওয়া অনেক মানুষ ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে। অথচ সরকারের উচিত এ সব শিক্ষিত মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা। এ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলো সরকারকে সহযোগিতা করতে পারে।

বিএনপি ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে : শামা ওবায়েদ

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ফরিদপুরের নগরকান্দা উপজেলার মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশনের সামনে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

dacsu
special-mullet

ইনানী নয়, নুনিয়াছড়া থেকে পর্যটকবাহী জাহাজ যাবে সেন্টমার্টিন

আইনগত ও পরিবেশগত কারণে ইনানী থেকে নয়, কক্সবাজার শহরের নুনিয়ারছড়া ঘাট থেকেই সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলবে; দ্বীপে ভ্রমণ কঠোরভাবে নিয়ন্ত্রিত ও পরিবেশবান্ধবভাবে পরিচালিত হবে।

হামাসের নিরস্ত্রীকরণের বিরুদ্ধে ৭০ শতাংশ ফিলিস্তিনি

তবে অধিকৃত পশ্চিমতীরের বাসিন্দারা সবচেয়ে বেশি হামাসের নিরস্ত্রীকরণের বিরোধিতা করেছেন।

যুদ্ধবিরতির ঘোষণা দিয়েও গাজায় ইসরাইলের ফের হামলা, নিহত ২

এই হামলা গাজায় ১০ অক্টোবর কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে আরো অনিশ্চয়তা মধ্যে ঠেলে দিয়েছে।

গাজায় ইসরাইলকে ‘সংযম’ প্রদর্শনের আহ্বান জার্মানির

গাজাবাসীর ভোগান্তি এড়াতে ইসরাইলকে সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে জার্মান।

আত্মহত্যার চেষ্টা আরো ২৭৯ ইসরাইলি সেনার

২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাইয়ের মধ্যে ২৭৯ ইসরাইলি সেনা আত্মহত্যার চেষ্টা করেছে।

India-Pakistan-Unrest