দৈনিক নয়া দিগন্ত বাংলাদেশের একটি জনপ্রিয় ও নির্ভরযোগ্য গণমাধ্যম, যা প্রতিদিন পাঠকদের কাছে সর্বশেষ খবর, বিশ্লেষণ, ও ঘটনার পেছনের সত্য তুলে ধরার লক্ষ্যে কাজ করে। ২০০৪ সালে প্রিন্ট সংস্করণ হিসেবে এর যাত্রা শুরু। নয়া দিগন্তে জাতীয়, আন্তর্জাতিক, রাজনীতি, অর্থনীতি, খেলাধুলা, বিনোদন, তথ্যপ্রযুক্তি, ধর্ম ও লাইফস্টাইলসহ নানা বিষয়ের সংবাদ পরিবেশন করা হয়। তথ্যের নির্ভুলতা, বস্তুনিষ্ঠতা ও সাংবাদিকতার নীতিমালাকে গুরুত্ব দিয়ে প্রতিটি সংবাদ প্রকাশ করা হয়। সত্যের সঙ্গে প্রতিদিন এই স্লোগানকে ধারন করে নয়া দিগন্ত একটি তথ্যবহুল, দায়িত্বশীল ও পাঠকবান্ধব সংবাদপত্র হিসেবে দেশের মানুষের পাশে থাকা এবং সময়োপযোগী ও প্রাসঙ্গিক খবর সবার আগে পৌঁছে দেয়।
শহীদ ওসমান হাদির দাফন সম্পন্ন
শহীদ শরিফ ওসমান হাদির দাফন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে সম্পন্ন হয়েছে। এর আগে জাতীয় সংসদ ভবনে লাখো মানুষের অংশগ্রহণে তার জানাজা অনুষ্ঠিত হয়।
যেভাবে বিপ্লবী হয়ে ওঠেন শরিফ ওসমান হাদি
মৃত্যুর মুখোমুখি হয়েও হাসতে হাসতেই মহান আল্লাহর কাছে পৌঁছাতে চেয়েছিলেন তিনি। মহান আল্লাহ তায়ালা তার সেই দোয়াকে কবুল করেই কাছে টেনে নিয়ে গেলেন।
গাজার আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলা, নিহত ৫
ফিলিস্তিনের গাজা সিটির তুফাহ এলাকায় ইসরাইলি গোলাবর্ষণে একটি আশ্রয়কেন্দ্রে পাঁচজন নিহত হয়েছেন।
প্রীতির পেছনে ছুটছে নেপালী দুই ক্লাব
কাঠমান্ডুর মাঠে একটির বেশি গোল না পেলেও বিপক্ষ ডিফেন্স লাইন ভেঙে ঢুকে গোলের চান্স তৈরি করেছেন অনেকগুলো।
অলিম্পিকে যে রেকর্ড মহিউদ্দিনের
খেলোয়াড়রা তেমন কিছু করতে না পারলেও কর্মকর্তা হিসেবে অনন্য রেকর্ড করেছেন উইং কমান্ডার (অব.) মহিউদ্দিন আহমেদ। প্রথম বাংলাদেশী হিসেবে টানা ১১টি অলিম্পিক গেমসে কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
শক্তিশালী দলে নিতে পারলে চ্যাম্পিয়নই হতাম : মনির হোসেন
মনির হোসেন তথ্য দেন, আসরে ইস্টবেঙ্গল খেলেছে চার আফ্রিকান খেলোয়াড় নিয়ে। করাচী সিটিতে ছিল জর্দান লিগের সর্বোচ্চ গোলদাতা।
শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনে প্রধান উপদেষ্টা
এছাড়া ওসমান হাদির জানাজায় অংশ নিতে সাধারণ মানুষের পাশাপাশি সংসদ ভবন এলাকায় এসেছেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও বিশিষ্টজনেরা।
সিরিয়ায় মার্কিন হামলায় আইএস-এর ৫ সদস্য নিহত
সিরিয়ার পূর্বাঞ্চলে অবস্থিত দেইর ইজোর প্রদেশে রাতভর বিমান হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
আসামে ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু
ভারতের আসামের হোজাই জেলায় সায়রাং-নয়াদিল্লি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় সাতটি হাতি নিহত এবং একটি শাবক আহত হয়েছে। দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিনসহ পাঁচটি বগি লাইনচ্যুত হলেও কোনো যাত্রী হতাহত হয়নি।
গাজার আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলা, নিহত ৫
ফিলিস্তিনের গাজা সিটির তুফাহ এলাকায় ইসরাইলি গোলাবর্ষণে একটি আশ্রয়কেন্দ্রে পাঁচজন নিহত হয়েছেন।
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৭
কৃষ্ণ সাগরের তীরবর্তী ইউক্রেনের ওডেসা বন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ৭ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে। ইউক্রেনের ‘শ্যাডো ফ্লিট’ ট্যাঙ্কারে হামলার জবাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে রাশিয়া এই অঞ্চলে হামলার তীব্রতা বাড়িয়েছে।
তারেক রহমান আসছেন মানে গণতন্ত্র ফেরত আসছে : মির্জা আব্বাস
‘বাংলাদেশে যে গণতন্ত্র শহীদ জিয়ার হাতে প্রতিষ্ঠিত হয়েছে, যে গণতন্ত্র দেশনেত্রী খালেদা জিয়া লালন করেছেন আজকে সেই গণতন্ত্র সাথে নিয়ে আসছেন তারেক রহমান।’
আসন সমঝোতার দ্বারপ্রান্তে জামায়াতসহ সমমনা দলগুলো
জামায়াতে ইসলামী এ পর্যন্ত অর্ধশতাধিক আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছে। ইসলামী আন্দোলনের প্রার্থীরাও বেশকিছু আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে আন্দোলন করা ৮ দলের এখনো চূড়ান্ত আসন সমঝোতা হয়নি বলে জানা গেছে। বর্তমানে দলগুলো পারস্পরিক আলোচনায় ব্যস্ত রয়েছে। গত কয়েকদিনে দফায় দফায় বৈঠক করেছেন নেতারা। আগামী ২-৩ দিনের মধ্যে আসন সমঝোতা হতে পারে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।
আইপিও বিধিমালার জটিলতায় হতাশ বিনিয়োগকারীরা
বাংলাদেশের পুঁজিবাজারে আইপিওকে দীর্ঘ দিন ধরেই একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা হয়। নতুন ও ভালো মানের কোম্পানি বাজারে এলে বিনিয়োগকারীদের আস্থা বাড়ে, লেনদেনের পরিধি বিস্তৃত হয় এবং বাজারে দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা তৈরি হয়। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, বিগত কয়েক বছরে আইপিওর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে সংশোধিত আইপিও বিধিমালা নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় অনেক কোম্পানি তাদের তালিকাভুক্তির পরিকল্পনা স্থগিত রেখেছে।
আলোচনা করে শরিকদের সাথে সমঝোতায় পৌঁছতে চায় বিএনপি
‘ক্ষুব্ধ’ শরিকদের বাগে আনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বিএনপি। এর অংশ হিসেবে গতকাল বুধবার ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দুই জোটের সাথে বৈঠক করেছে। বৈঠকে বিএনপির তরফে জোটের ‘বিজয়ী হতে পারার মতো নেতাদের’ আসন ছাড় দেয়ার কথা হয়েছে। এ ছাড়া এরই মধ্যে যেসব আসনে বিএনপির প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, শরিকদের জন্য সেগুলোর দু-একটিতে রিভিউ (পুনর্মূল্যায়ন) করা হতে পারে বলে আশ্বস্ত করা হয়েছে।
সৈয়দপুরে শহীদ শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত
এর আগে, বায়তুল মোকাররম মসজিদের ইমাম মুফতি আব্দুল মালেক, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও শহীদ শরিফ ওসমান হাদির বড় ভাই ড. আবু বকর সিদ্দিকের বক্তব্য প্রচার করা হয়।
সালমান শাহ হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদন জমার দিন পেছালো
‘আসামিরা পূর্বপরিকল্পিতভাবে সালমান শাহকে হত্যা করেছেন। আসামিরা যেন দেশত্যাগ করতে না পারেন, সেজন্য ইমিগ্রেশন কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।’
হাড় ক্ষয় ও ব্যথা নিয়ন্ত্রণে ওষুধ নয়, জীবনযাপনই মূল
হাড় ক্ষয় ও ব্যথা নিয়ন্ত্রণে শুধু ওষুধ নয়, সঠিক ব্যায়াম, রিহ্যাবিলিটেশন ও জীবনযাপনের ধরন পরিবর্তনই দীর্ঘমেয়াদি সমাধান- বলেছেন বিএমইউর অধ্যাপক ডা. এম এ শাকুর।
গাজার আশ্রয়কেন্দ্রে ইসরাইলি হামলা, নিহত ৫
ফিলিস্তিনের গাজা সিটির তুফাহ এলাকায় ইসরাইলি গোলাবর্ষণে একটি আশ্রয়কেন্দ্রে পাঁচজন নিহত হয়েছেন।
গাজায় যুদ্ধবিরতির পরবর্তী ধাপ নিয়ে যুক্তরাষ্ট্রে বৈঠক
শুক্রবার অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন জসিম আল থানি, তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এবং মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি উপস্থিত থাকবেন।
গাজায় তীব্র শীতে এক মাস বয়সী নবজাতকের মৃত্যু
তাপমাত্রা হঠাৎ করে তীব্রভাবে কমে যাওয়ায় এক মাস বয়সী শিশু সাঈদ আসাদ আবিদীনের মৃত্যু হয়েছে। এই মৃত্যুর ফলে সাম্প্রতিক শৈত্যপ্রবাহ ও চরম আবহাওয়াজনিত কারণে হাসপাতালে ভর্তি হওয়ার পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ জনে।
ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘন গাজা চুক্তিকে অনিশ্চয়তায় ঠেলে দিচ্ছে : কাতার
কাতারের প্রধানমন্ত্রী জানান, গাজায় মানবিক সহায়তা কোনো শর্ত ছাড়াই পৌঁছাতে হবে এবং চুক্তির দ্বিতীয় ধাপ অবিলম্বে শুরু করতে হবে।
গাজায় হামলা শুরুর পর থেকে ৬১ ইসরাইলি সৈন্যের আত্মহত্যা
নেসেটের গবেষণা ও তথ্য কেন্দ্রের জারি করা একটি প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালের শুরু থেকে ২৭৯ জন সৈন্য আত্মহত্যার চেষ্টা করেছেন।




















































































