২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো রাজনৈতিক বিজ্ঞাপন নয়

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো রাজনৈতিক বিজ্ঞাপন নয় - ছবি : সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে আর কোনো রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করা হবে না গুগল। প্রার্থীদের প্রচারের বিজ্ঞাপনসহ নির্বাচন এবং নির্বাচনের সমীক্ষা সংক্রান্ত কোনো বিজ্ঞাপনই আর গুগল প্ল্যাটফর্মে দেখা যাবে না। এই নীতি গুগলের সমস্ত প্ল্যাটফর্মের (‌ইউটিউব, গুগল অ্যাড, ডিভি৩৬০, অ্যাড এক্স) ক্ষেত্রেই প্রযোজ্য। সংস্থার পক্ষ থেকে একটি ইমেলে জানানো হয় সংবাদমাধ্যম ব্লুমবার্গকে। শুধুমাত্র প্রেসিডেন্ট নির্বাচনে নয়, যেকোনো রাজ্য অথবা আঞ্চলিক নির্বাচনের ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য হবে।‌

গুগলের এক মুখপাত্র জানিয়েছেন, নির্বাচনী বিজ্ঞাপন আটকাতে রীতিমতো চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে গুগলকে। মিথ্যে বা ভুয়া খবর যাতে ছড়িয়ে না পড়ে, সেদিকেও নজর রাখা হবে।

এই সিদ্ধান্ত শক্ত হাতে কার্যকর করতে বিজ্ঞাপন চালানোর প্রক্রিয়া বিলম্ব হতে পারে। বিজ্ঞাপন রিভিউ করার জন্য ৪৮ ঘণ্টা সময় লেগে যাবে। শুধু গুগলই নয় ফেসবুক কর্তা মার্ক জাকারবার্গও জানিয়ে দিয়েছে, ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনের আগের এক সপ্তাহ থেকে আর কোনো রাজনৈতিক বা নির্বাচন সংক্রান্ত বিজ্ঞাপন দেখানো হবে না। টুইটার ও পিন্টারেস্ট আগেই তাদের প্লাটফর্মে রাজনৈতিক বিজ্ঞাপন দেয়া বন্ধ করে দিয়েছে।

সূত্র : আজকাল


আরো সংবাদ



premium cement