২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫
`

মেঝে খুঁড়তেই বেরিয়ে এল ঝাঁকে ঝাঁকে বাচ্চা গোখরা?

একে একে পিটিয়ে মারা হয় ৪২টি গোখরা বাচ্চাকে। - ছবি : সংগৃহীত

কথায় বলে, ‘জাত সাপের শেষ রাখতে নেই’। শনিবার সকালে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার আমডাঙ্গার একটি বাড়িতে গোখরার বাসার খোঁজ পেয়ে তাই ‘সময় নষ্ট’ করেননি স্থানীয়দের একাংশ। একে একে বের করে পিটিয়ে মারা হয় ৪২টি গোখরা সাপের বাচ্চাকে। নষ্ট করে ফেলা হয় সেখানে পাওয়া কয়েকটি ডিমও।

স্থানীয় সূত্রের খবর, রায়পুর গ্রামের ওই পুরনো পরিত্যক্ত মাটির বাড়িটি সংস্কারের জন্য মেঝের মাটি কাটছিলেন মালিক আরিফ মিস্ত্রি। সে সময় নজরে আসে সাপের গর্ত। আরিফ বলেন, ‘হঠাৎ দেখি গর্তের মধ্যে থেকে একসাথে অনেকগুলো সাপের বাচ্চা বেরিয়ে আসছে।’

ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। স্থানীয়দের কয়েকজন গোখরার বাচ্চাগুলো বের করে লাঠি দিয়ে পিটিয়ে মারেন। ওই মাটির ঘরের মেঝের গর্তে আরো বিষাক্ত সাপ রয়েছে বলে দাবি স্থানীয়দের। আপাতত মাটি কাটার কাজ বন্ধ করে দিয়েছেন আরিফ।

স্থানীয়দের একাংশ জানিয়েছেন, বন দফতরে খবর দেয়া হয়েছে। যদিও উত্তর ২৪ পরগনা বনবিভাগ সূত্র বলছে, শনিবার বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো খবর এসে পৌঁছায়নি।

রাজ্য বন দফতরের এক কর্মকর্তা বলেন, ‘গোখরা ভারতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২ নম্বর তফসিলভুক্ত সংরক্ষিত প্রজাতি। তাদের মারা বা ধরা দণ্ডনীয় অপরাধ।’

সূত্র : আনন্দবাজার পত্রিকা


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪৩ ডিগ্রির কাছে আচরণবিধি লঙ্ঘন ও উসকানিমূলক বক্তব্য প্রদানে অধ্যক্ষ এবং চেয়ারম্যান গ্রেফতার আবারো পিএমএল-এনের সভাপতি হচ্ছেন নওয়াজ শরিফ বিষখালী নদী থেকে ২২ ঘণ্টা পর নিখোঁজ জেলের লাশ উদ্ধার ৩ জেলায় বয়ে যাচ্ছে অতি তীব্র তাপপ্রবাহ ছত্তিশগড়ে ২৯ জন মাওবাদী নিহত হওয়ার পর এলাকায় যে ভয়ের পরিবেশ নেতানিয়াহুকে গাজার কসাই বললেন এরদোগান রাশিয়া ইউক্রেনের ৬৮টি ড্রোন ভূপাতিত করেছে গুচ্ছ পরীক্ষা দিতে এসে জবি কেন্দ্রে অসুস্থ এক শিক্ষার্থী থাইল্যান্ডের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগে পররাষ্ট্রমন্ত্রীর আহ্বান কক্সবাজার সৈকতে নেমে হৃদরোগে পর্যটকের মৃত্যু

সকল