১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


একাদশ শ্রেণির ছাত্রীর 'বিকৃত' ঘনিষ্ঠ ছবি ছড়াল সোশ্যাল মিডিয়ায়, পরিণতি মর্মান্তিক

- ছবি : সংগৃহীত

হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন পেয়ে মেসেজ খুলতেই চক্ষু থ হয়ে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রীর। অত্যন্ত অশ্লীল কিছু ছবি। প্রতিটা ছবি-ই বিকৃত। আর ছবিতে দেখা যাওয়া মেয়েটার মুখের আদল হুবহু তার মত।

বোঝাই যাচ্ছে যে কেউ তার মুখ ব্যবহার করে ছবিগুলোকে বিকৃত করেছে! চাঞ্চল্যকর এই ঘটনায় আত্মঘাতী হয়েছে একাদশ শ্রেণির ওই ছাত্রী। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার শ্যামনগরে।

অভিযোগ, কম্পিউটারে সুপার ইম্পোজ করে বানানো হয়েছে ছবিগুলো। তারপর তা সোশ্যাল সাইটে ছড়িয়ে দেওয়া হয়েছে। সেই ছবি ছাত্রীর হাতে এসে পৌঁছাতেই লজ্জায় আত্মঘাতী হয় শ্যামনগরের বাসিন্দা আদিবাসী ওই ছাত্রী।

আত্মঘাতী ছাত্রীর পরিবার জানিয়েছে, এই ঘটনায় ৮ নভেম্বর জগদ্দল থানায় জানাতে গিয়েছিলেন তারা। কিন্তু পুলিশ কোনো গুরুত্ব দেয়নি এই ঘটনায়। পুলিস কোনো সহযোগিতা করেনি বলে অভিযোগ পরিবার থেকে স্থানীয় বাসিন্দাদের।

এদিন গারুলিয়া গার্লস স্কুলের ছাত্রী ওই কিশোরীর দেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। প্রসঙ্গত, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো অভিযুক্তকে গ্রেফতার করেনি পুলিশ।

সূত্র : জিনিউজ


আরো সংবাদ



premium cement