২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

মোস্তাফিজের ৫ রানে ৪ উইকেট

-

মোস্তাফিজুর রহমানের বোলিং তোপে এলোমেলো মাহমুদুল্লাহ-সাকিবের জেমকন খুলনার ব্যাটিং লাইন আপ। আবারো ব্যাটিং ব্যর্থতা। আবারো হার খুলনার। এই পেসার ৩.৫ ওভারে মাত্র ৫ রান দিয়ে নিয়েছেন ৪ উইকেট। তার দুর্দান্ত বোলিংয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের বিপক্ষে মাত্র ৮৬ রানে অল আউট হয়ে যায় খুলনা। সহজ লক্ষ্য ৩৮ বল বাকি থাকতে ৯ উইকেটের জয় বড় পেয়েছে চট্টগ্রাম। তিন ম্যাচে খুলনার এটি দ্বিতীয় হার। অন্য দিকে চট্টগ্রামের এটি দ্বিতীয় জয়। মাত্র ৩ রানে আউট হন সাকিব আল হাসান।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গতকাল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে ব্যাট-বল হাতে দাপট দেখিয়েছে চট্টগ্রাম। মোস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে ১৭.৫ ওভারে মাত্র ৮৬ রানে গুটিয়ে যায় খুলনা। জবাবে মাত্র ১ উইকেট হারিয়ে সহজ জয় নিশ্চিত করে মোহাম্মদ মিঠুনরা।
৮৭ রানের লক্ষ্যে সাবলীল ব্যাটিং করেছেন দুই ওপেনার সৌম্য সরকার ও লিটন দাস। জয় থেকে ১৪ রান দূরে থাকতে মাহমুদুল্লাহ রিয়াদের শিকারে পরিণত হন সৌম্য। ২৯ বলে ৪ বাউন্ডারিতে ২৬ রান করেন এই ওপেনার। মুমিনুল হককে নিয়ে বাকি কাজটুকু সেরেছেন লিটন। প্রথম ম্যাচে ৩৪ রানের ইনিংস খেলা লিটন এবার খেলেন ৫৩ রানের ইনিংস। ৪৬ বলে ৯ চারে টুর্নামেন্টে নিজের প্রথম হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজিয়েছেন লিটন। অন্য প্রান্তে মুমিনুল অপরাজিত থাকেন ৭ বলে ৫ রানে।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা খুলনার হয়ে সর্বোচ্চ ২১ রানের ইনিংস খেলেন ইমরুল কায়েস। আরিফুল ১৫, জহুরুল ১৪ ও শামীমের ১১ ব্যাটে ১৭.৫ ওভারে খুলনার সংগ্রহ দাঁড়ায় ৮৬। চট্টগ্রামের সেরা বোলার মোস্তাফিজ। ৩.৫ ওভারে ৫ রান খরচায় মোস্তাফিজের শিকার ৪ উইকেট। এ ছাড়া নাহিদুল ১৫ রানে থদু’টি ও তাইজুল ৩০ রানে দুটি উইকেট শিকার করেন।

 


আরো সংবাদ



premium cement

সকল