রোববার থেকে সোমবার হতে যাওয়া পূর্ণ চন্দ্রগ্রহণকে ‘সুপার ব্লাড মুন’ নাম দেয়া হয়েছে। যা দেশের আকাশ থেকে দেখা যাবে।
আকারে সাধারণ সময়ের চাঁদের থেকে সাত শতাংশ ও উজ্জ্বলতায় পনেরো শতাংশ বেশি হতে পারে এ সুপার ব্লাড মুন। অর্থাৎ সাত থেকে আট সেপ্টেম্বর তারিখ পর্যন্ত বিস্তৃত হবে এ সুপার ব্লাড মুন।
পূর্ণিমার সাথে এবার পূর্ণ চন্দ্রগ্রহণ যোগ হয়েছে। এই চাঁদকেই বলে সুপার ব্লাড মুন। যা এবার বাংলাদেশ থেকে দেখা যাবে।
একই রেখায় সূর্য ও চাঁদের ঠিক মধ্যবর্তী স্থানে যখন পৃথিবী আসে কেবল তখনই চন্দ্রগ্রহণ হয়। এ সময় সূর্য দর্শকের পেছনে অবস্থান করার ফলে চাঁদ পুরোপুরি পৃথিবীর ছায়ায় চলে যায়।
বাংলাদেশে স্থানীয় সময় অনুসারে চাঁদের পেনুম্ব্রাল গ্রহণ শুরু হবে রোববার রাত ৯টা ২৮ মিনিট ২৫ সেকেন্ড থেকে। এরপর আংশিক চন্দ্রগ্রহণ শুরু একই দিন রাত ১০টা ২৭ মিনিটি ০৯ সেকেন্ডে।
পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে রাত ১১টা ৩০ মিনিট ৪৮ সেকেন্ড থেকে। সর্বোচ্চ গ্রহণ চলবে রাত ১২টা ১১ মিনিটি ৪৭ সেকেন্ড পর্যন্ত।
পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ১২টা ৫২ মিনিট ৫১ সেকেন্ডে। আংশিক গ্রহণ শেষ রাত ১টা ৫৬ মিনিটি ৩১ সেকেন্ডে। পেনুম্ব্রাল চন্দ্রগ্রহণ শেষ হবে রাত ২টা ৫৫ মিনিট ৮ সেকেন্ডে।