০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫
`


দেশজুড়ে এ বছর ৭০ হাজার চারা রোপণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন

দেশজুড়ে এ বছর ৭০ হাজার চারা রোপণ করছে আস-সুন্নাহ ফাউন্ডেশন - ছবি সংগৃহীত

এ বছর পুরো দেশে উন্নত জাতের নারিকেল, আম রূপালী, অধিক ফলনশীল লিচু ও বারোমাসি লেবু এবং এরাবিয়ান খেজুরের ৭০ হাজার চারা রোপণ করছে শায়খ আহমাদুল্লাহ পরিচালিত সেবা সংস্থা 'আস-সুন্নাহ ফাউন্ডেশন'।
গত ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়ন এখনো চলমান। সারা দেশে মোট ১২টি কেন্দ্রের মধ্যে ছয়টিতে ২৪,৬৯২ টি চারা প্রদান করা হয়েছে। তন্মধ্যে ময়মনসিংহে ৪,৭২৮টি, শেরপুরে ৬০০টি, দিনাজপুরে ২,১৫৫টি, নীলফামারিতে ১০,০৭৬টি, নাটোরে ৭৬৫টি ও ঢাকায় ৬,৩৭৩টি।
অবশিষ্ট ছয়টি কেন্দ্র হলো- চট্টগ্রাম, কক্সবাজার, মানিকগঞ্জ, মাগুরা, ফরিদপুর এবং কুমিল্লা ৷
আগামী ১২ অক্টোবরের মধ্যে বাকী ছয়টি কেন্দ্রেও বন্টন কার্যক্রম সমাপ্ত করা যাবে বলে আশা ব্যক্ত করেছে আস-সুন্নাহ কর্তৃপক্ষ।

শায়খ আহমাদুল্লাহ বলেন- বর্ষার ঠিক শেষের সময়টা বৃক্ষরোপণের জন্য উপযুক্ত সময়। যার যার সাধ্য অনুযায়ী গাছ লাগান। গাছ লাগানো অবহেলিত সাদাকায়ে জারিয়ামূলক সওয়াবের কাজ। এতে পরিবেশ সুরক্ষিত হয়। অভাবী মানুষকে উন্নত জাতের ফলজ গাছের চারা কিনে দিলে এতে তারাও স্বাবলম্বী হতে পারবেন।


আরো সংবাদ



premium cement