২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


দেশের ১৫৯ পরীক্ষাগারে শনাক্ত হচ্ছে করোনা

দেশের ১৫৯ পরীক্ষাগারে শনাক্ত হচ্ছে করোনা - সংগৃহীত

দেশে ১৫৯ পরীক্ষাগারে করোনা রোগী শনাক্ত হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন করে করোনা রোগী শনাক্তের জন্য আরো ১৯টি পরীক্ষাগার বাড়ানো হয়েছে। এর মধ্যে সরকারি হাসপাতালে ৯৬টি এবং বেসরকারি হাসপাতালে ৬৩টি ল্যাব স্থাপিত হয়েছে।

সরকারি ৯৬টি পরীক্ষাগারের মধ্যে আরটি-পিসিআর ল্যাব ৫১টি, জিন-এক্সপার্ট ল্যাব ১৬টি এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট ল্যাব ২৯টি। বেসরকারি ৬৩টি পরীক্ষাগারের মধ্যে আরটি-পিসিআর ৬১টি ও জিন-এক্সপার্ট ল্যাব রয়েছে দুইটি।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। শুক্রবার (১৮ ডিসেম্বর) পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৫০ হাজার ৬৪ টি। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ২৪ লাখ ৩২ হাজার ৬৯৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬ লাখ ১৭ হাজার ৩৭০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


আরো সংবাদ



premium cement