২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে যত দুর্ঘটনা

অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে যত দুর্ঘটনা - ফাইল ফটো

লেবাননের বৈরুত বন্দরে মঙ্গলবার এক বিস্ফোরণে সর্বশেষ ১৩৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ গতকাল ৫ আগস্ট মঙ্গলবার লেবাননের রাজধানী বৈরুত বন্দরের এক গুদামে বিস্ফোরণের ঘটনা ঘটে৷ গুদামে মজুদ অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ বলছে৷ প্রধানমন্ত্রী হাসান দিয়াব জানিয়েছেন, গত ছয় বছর ধরে ওই গুদামে অ্যামোনিয়াম নাইট্রেট মজুত রয়েছে৷ ২০১৪ সালে একটি মালবাহী জাহাজে করে ওই রাসায়নিক এসেছিল৷ কাগজপত্রে গণ্ডগোল থাকায় বন্দর কর্তৃপক্ষ জাহাজের জিনিস বাজেয়াপ্ত করেছিল৷ একটি গুদামে মজুদ অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে কর্তৃপক্ষ বলছে৷ অ্যামোনিয়াম নাইট্রেটের কারণে অতীতেও দুর্ঘটনা ঘটেছে৷ এ দুর্ঘটনার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনার উল্লেখ করা হলো।

অ্যামোনিয়াম নাইট্রেট একধরনের গন্ধহীন অতি স্বচ্ছ রাসায়নিক উপাদান, যা সাধারণত সার হিসেবে ব্যবহার করা হয়ে থাকে৷ তবে এর সাথে জ্বালানি তেল মিশিয়ে বিস্ফোরকও তৈরি করা হয়, যা নির্মাণ শিল্পে ব্যবহৃত হয়ে থাকে৷

অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে জ্বালানি তেল মিশিয়ে বোমা তৈরি করে থাকে অনেক সন্ত্রাসী গোষ্ঠী৷ ১৯৯৫ সালের ১৯ এপ্রিল যুক্তরাষ্ট্রের ওকলাহোমা শহরের এক ভবনে হামলায় ব্যবহৃত বোমা তৈরিতে দুই টন অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল৷ ওই হামলায় ১৬৮ জন নিহত হয়েছিলেন৷ তালেবানও বিস্ফোরক তৈরিতে অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করে থাকে৷

২০১৩ সালের ১৭ এপ্রিল যুক্তরাষ্ট্রের টেক্সাসে একটি সার কারখানায় আগুন লেগে ১৫ জন প্রাণ হারান৷ আগুন লাগার কারণ অ্যামোনিয়াম নাইট্রেট ছিল বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা৷ ইচ্ছে করেই আগুন লাগানো হয়েছিল বলেও জানান তারা৷

২০১৫ সালে চীনের তিয়ানজিন শহরের এক গুদামে অন্যান্য রাসায়নিক উপাদানের মধ্যে অ্যামোনিয়াম নাইট্রেটও রাখা ছিল৷ গুদামে আগুন লেগে বিস্ফোরণের ঘটনায় অন্তত ১৬৫ জন মারা যায়৷ আর্থিক ক্ষতির পরিমাণ ছিল এক বিলিয়ন ডলারের বেশি৷

২০০৪ সালের ২২ এপ্রিলও লেবাননের এক রেলস্টেশনে জ্বালানিবাহী দুটি ট্রেনের সংঘর্ষে ১৬১ জন প্রাণ হারিয়েছিলেন৷

বিশেষজ্ঞরা বলছেন, প্রচণ্ড তাপ পেলে অ্যামোনিয়াম নাইট্রেট জ্বলে উঠতে পারে৷ সেজন্য সংরক্ষণের সময় একে জ্বালানি তেল ও তাপের সূত্র থেকে দূরে রাখতে পরামর্শ দেয়া হয়৷ বিপদ কমানোর জন্য ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন দেশ অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে রাখা বাধ্যতামূলক করেছে৷ কারণ এর ফলে ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হয়, যা একটু বেশি নিরাপদ৷

১৯৯৫ সালে ওকলাহোমা শহরে হামলায় ব্যবহৃত বোমায় অ্যামোনিয়াম নাইট্রেট ব্যবহার করা হয়েছিল৷ এরপর থেকে সে দেশে অ্যামোনিয়াম নাইট্রেট সংরক্ষণে নিয়ম কঠোর করা হয়েছে৷ ফলে ৯০০ কেজির বেশি অ্যামোনিয়াম নাইট্রেট থাকা কোনো স্থাপনা পরিদর্শনের নিয়ম করা হয়েছে৷


আরো সংবাদ



premium cement
জামালপুরে সড়কে দাপিয়ে বেড়াচ্ছে হাজার হাজার অবৈধ গাড়ি কালীগঞ্জে আওয়ামী লীগে বিভেদ শরীয়তপুরে বৃদ্ধি পাচ্ছে ভুট্টার আবাদ মিরসরাইয়ে ৩ দিনের ব্যবধানে কেজিপ্রতি আলুতে দাম বেড়েছে ১০ টাকা ফরিদপুরের পদ্মাপাড়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ২৩ এস্কেভেটর ও ৮ ট্রাক ফেলে পালালো বালুদস্যুরা বরগুনায় দুই সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা গলাচিপায় নির্বাচনী মাঠে সম্ভাব্য প্রার্থীরা নাটোরে চেয়ারম্যান প্রার্থী লুৎফুল হাবীবকে শোকজ হোসেনপুরে গ্রামের গ্রাহকরা দিনে এক ঘণ্টাও বিদ্যুৎ পাচ্ছেন না ঈদগাঁওতে আচরণবিধি লঙ্ঘন করায় ৭ প্রার্থীকে জরিমানা গাজীপুরে স্মার্ট প্রিপেইড মিটার স্থাপন কার্যক্রম উদ্বোধন

সকল