১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলকদ ১৪৪৫
`


নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় নটরডেম কলেজের শিক্ষকের মৃত্যু

নিখিলেশ ঘোষ - ছবি : ইউএনবি

নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় আক্রান্ত হয়ে ঢাকা নটরডেম কলেজের এক শিক্ষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আসার পথে মারা যান তিনি।

নিখিলেশ ঘোষ নামে ৫০ বছর বয়সী ওই শিক্ষক রাজধানীর স্বনামধন্য কলেজটিতে বাংলা পড়াতেন।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা: সুজাউদ্দুল্লাহ রুবেল ইউএনবিকে জানান, গুরুতর নিউমোনিয়া ও ফুসফুসের জটিলতায় ভোগা অবস্থায় বৃহস্পতিবার দুপুরের দিকে নিখিলেশ ঘোষকে হাসপাতালে নিয়ে আসেন তার স্বজনরা।

‘তার অবস্থা বিবেচনা করে উন্নত চিকিৎসার জন্য আমরা তাকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করি,’ যোগ করেন তিনি।

ঢামেকে নেয়ার পথে সোনারগাঁওয়ের কাছে ওই শিক্ষক শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলে ফোনে ইউএনবিকে নিশ্চিত করেছেন ডা: রুবেল।

নটরডেম কলেজের অধ্যক্ষ, হেমন্ত পিয়াস রোজারিও সিএসসি শিক্ষকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

তিনি নিখিলেশ ঘাষের বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement