১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

সন্ধ্যা ৭টার মধ্যে কাঁচাবাজার-সুপার শপ বন্ধের নির্দেশ ডিএমপির

- সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সোমবার রাজধানীর কাঁচাবাজার ও সুপার শপ প্রতিদিন সকাল ৬টায় খোলা এবং সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে। এ ছাড়া ঢাকার বিভিন্ন এলাকায় থাকা মুদি দোকান এবং অন্যান্য ছোট ছোট দোকান সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত খোলা রাখতে পারবে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।

আজ (সোমবার) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। তবে সব ধরনের ওষুধের দোকান চব্বিশ ঘণ্টা খোলা থাকবে বলে জানান মাসুদুর রহমান। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারের চলমান উদ্যোগের অংশ হিসেবে ডিএমপি এ সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসে দেশে নতুন করে তিনজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১২ জনে দাঁড়িয়েছে বলে সোমবার নিশ্চিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

ফ্রোরা জানান, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে তিনজন করোনা রোগী মারা গেছেন এবং ৩৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। দেশে করোনা আক্রান্তের সংখ্যা মোট ১২৩ এবং মৃত্যুর সংখ্যা ১২।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, বিশ্বব্যাপী বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসে দেশে নতুন করে আরও ২৯ জন আক্রান্ত এবং চারজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রীর দেয়া তথ্যের সাথে আইইডিসিআর এর তথ্যের পার্থক্যের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ বলেন, শনাক্ত রোগীর দেয়া তথ্য ঠিকই ছিল। পরে আরও ছয়জন রোগীর রিপোর্ট জমা দেয়া হয়।

‘২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা ৩। মৃতের নামের বানান ভুলের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে,’ যোগ করেন তিনি।

দেশব্যাপী গত ২৪ ঘণ্টায় ৪৮৮ নমুনার মধ্যে ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। সূত্র : ইউএনবি


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল