২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
ডিসকভারি চ্যানেল দেখে অনুপ্রাণিত

পোকামাকড় খেয়ে দ্বীপে বাস করতে ঘর ছাড়ে তিন শিশু

-

ডিসকভারি চ্যানেল দেখে অনুপ্রাণিত হয়ে দ্বীপে পোকামাকড় খেয়ে বসবাস করার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালানো তিন শিশুকে আটকের পর পরিবারের কাছে হস্তান্তর করেছে বরগুনা জেলার আমতলী থানা পুলিশ। তাদের বাড়ি নীলফামারী ও নরসিংদী জেলায়। ইন্টারনেট।
আমতলী থানা পুলিশ জানায়, মো: ফারুক হোসেনের ছেলে মিয়াদ (৯), মো: রেজাউল ইসলামের ছেলে তন্ময় (১৩) ও মো: মিজানুর রহমানের ছেলে মুন্না (১৩) ডিসকভারি টিভি চ্যানেল দেখে পোকামাকড় খেয়ে দ্বীপে বসবাস করবে বলে বাড়ি থেকে গত সোমবার পালিয়ে আসে। এ তিন শিশুকে আমতলী থানা পুলিশ মঙ্গলবার রাত ৮টায় সমুদ্র সৈকত কুয়াকাটা যাওয়ার পথে আমতলী লঞ্চঘাট থেকে উদ্ধার করে হেফাজতে রাখে। পড়ে অভিভাবকদের খবর দেয়া হলে তারা এসে বুধবার শিশুদের বাড়ি নিয়ে যান।
শিশুদের অভিভাবকেরা জানিয়েছেন, বিদেশী টিভি চ্যানেলের অ্যাডভেঞ্চার সিরিজগুলো দেখে তারা উৎসাহিত হয়ে পোকামাকড় খেয়ে দ্বীপে বসবাস করবে বলে বাড়ি ছেড়েছিল। আমতলী থানার ওসি মো: আলাউদ্দিন মিলন বলেন, ঘর পালানো তিন শিশুকে উদ্ধার করে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement