১০ নভেম্বর ২০২৪, ২৫ কার্তিক ১৪৩১, ৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

রোহিঙ্গাদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন হবে সর্বোচ্চ মানবিকতা

সেমিনারে বক্তারা
-

রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন হতে পারে সর্বোচ্চ মানবিকতা। এ জন্য জোরদার রাজনৈতিক উদ্যোগ জরুরি। কক্সবাজার সিএসও এনজিও ফোরাম (সিসিএনএফ) আয়োজিত এক ভার্চুয়াল সেমিনারে বক্তারা এ কথা বলেছেন।
গতকাল মঙ্গলবার এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা রোহিঙ্গা শরণার্থীদের মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য রাজনৈতিক উদ্যোগকে অধিকতর জোরদার করার জন্য জাতিসঙ্ঘ, আন্তর্জাতিক এনজিওগুলো এবং সরকারের প্রতি আহ্বান জানান। আন্তর্জাতিক এনজিওগুলোকে সংশ্লিষ্ট দেশগুলোতেও এই বিষয়ে তৎপর হওয়ার আহ্বান জানান তারা। তারা বলেন, কক্সবাজার জেলা এমনিতেই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক নানা প্রভাবে আক্রান্ত একটি এলাকা, এর পাশাপাশি জেলার মানুষজন কোভিড-১৯ সহ বিভিন্ন সমস্যায় ভুগছেন। কক্সবাজারে কর্মরত প্রায় ৫০টি স্থানীয় এনজিওর নেটওয়ার্ক সিসিএনএফ বিশ্ব মানবিকতা দিবস উপলক্ষে ‘কোভিড ১৯ এর সম্মুখযোদ্ধাদের প্রতি কৃতজ্ঞতা : সংহতি এবং বৈচিত্র্য’ শীর্ষক এই ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এনজিও-বিষয়ক ব্যুরোর মহাপরিচালক রাশেদুল ইসলাম বলেন, মিয়ানমারের এই নাগরিকদের মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তন হতে পারে মানবতাবাদের সর্বোত্তম উদাহরণ। তিনি কোভিড-১৯ মোকাবেলায় এনজিওদের সম্মুখযোদ্ধাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন।
ভার্চুয়াল সেমিনারে সভাপতিত্ব করেন কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুল আফসার। এতে সম্মানিত অতিথি ছিলেন আন্তর্জাতিক রেড ক্রস এবং রেড ক্রিসেন্টের বাংলাদেশ প্রতিনিধি আজমাত উল্লাহ। এ ছাড়া অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অতিরিক্ত আরআরআরসি শামসুদ্দোহা, ইউএনএইচসিআরের প্রতিনিধি কেএফায়েত মোস্তফা, আইওএমের ড. সামির হালদার এবং আইএসসিজি থেকে মি: সৈকত। সেমিনারটি পরিচালনা করেন সিসিএনএফের কো-চেয়ার আবু মোর্শেদ চৌধুরী এবং রেজাউল করিম চৌধুরী। সেমিনারে কোভিড সঙ্কট মোকাবেলায় নিয়োজিত আটজন সম্মুখযোদ্ধা বক্তৃতা করেন, তারা হলেন আফরোজা সুমি, শফিউল সুইট, সানজিদা আখি, আলোকা অধিকারী, জাহাঙ্গীর আলম এবং হুরি জান্নাত। স্থানীয় এনজিওর এই কর্মীবৃন্দ কোভিড-১৯ বিষয়ে নিজেদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরেন।
জানা যায়, কক্সবাজারে রোহিঙ্গা সঙ্কট মোকাবেলায় ১২৯টির মতো এনজিওর প্রায় ১৬ হাজার কর্মী মাঠপর্য়ায়ে কর্মরত, এদের মধ্যে প্রায় ১০০০ সম্মুখযোদ্ধা করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছেন। সেমিনারে অংশগ্রহণকারীরা রোহিঙ্গা শিবির এবং স্থানীয় এলাকাগুলোতে কর্মরত স্বেচ্ছাসেবক এবং মানুষের জীবন রক্ষায় নিয়োজিত ডাক্তার ও নার্সসহ সংশ্লিষ্টদের প্রতি বিশেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন।

 


আরো সংবাদ



premium cement