১৮ মে ২০২৪, ০৪ জৈষ্ঠ ১৪৩১, ০৯ জিলকদ ১৪৪৫
`


নতুন অ্যাওয়ার্ড পেলেন টুলু

-

নতুন একটি অ্যাওয়ার্ড পেলেন নব্বই দশকের অনেক কালজয়ী গানের সুরস্রষ্টা আশিকুজ্জামান টুলু। ‘চাইম’ ও ‘আর্ক ব্যান্ডে’র এই কাণ্ডারি শেরে বাংলা এ কে ফজলুল হকের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি ‘শেরে বাংলা ফজলুল হক পিস অ্যাওয়ার্ড-২০২২’ পেয়েছেন। দেশের সঙ্গীতে অবদান রাখায় তাকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তির অনুভূতি জানতে চাইলে তিনি বলেন, ‘এবারের অনুভূতিটা অনেক সুন্দর। কারণ যার উপলক্ষে এই অ্যাওয়ার্ড পেয়েছি, তিনি এমন একজন পারসোনালিটি, দেশের জন্য যিনি অনেক অবদান রেখেছেন। তাই এই অ্যাওয়ার্ড প্রাপ্তি আমার জন্য অনেক সম্মানের।’
মিউজিক নিয়ে নতুন কী করছেন-এমন প্রশ্নের জবাবে আশিকুজ্জামান টুলু বলেন, ‘ সত্যি বলতে কী, এত অল্প সময়ের জন্য দেশে এসে আসলে মিউজিক করা যায় না। মিউজিক শর্ট সময়ের বিষয় নয়। এর পরও চেষ্টা করছি একটি-দুটি গান করার। আসিফ ইকবালের সাথে কাজ করছি, দেখা যাক এই সময়ের মধ্যে সেই গানগুলো কমপ্লিট করতে পারি কি-না।
নতুন প্রজন্মের গান নিয়ে তিনি বলেন, ‘আগের গান ভালো ছিল এখনকার গান ভালো না- এই কথাটা সাইকেলের মতো। সব সময়ই এমনটি বলা হয়ে এসেছে। আমরা যখন ইয়ং ছিলাম, তার আগের জেনারেশনও বলতো আমাদের গান ভালো হচ্ছে না। কিন্তু সময়ই আসলে বলে দেয় কোন গানটা ভালো আর কোন গানটা খারাপ। তবে আমি বলতে পারি আমাদের জেরারেশন ভালো কিছু কাজ করেছে বলেই নব্বইয়ের দশকের শ্রোতারা সেই গানগুলো দারুণ এনজয় করেছে। এখনকার জেনারেশনের গান নিয়ে আমি কিছু বলতে পারছি না। তাদের গানের বিচার হবে আগামী বিশ বছর পর। এমনও তো হতে পারে এখনকার গানের ট্রেন্ডটাই চলবে আগামী বিশ বছর।’


আরো সংবাদ



premium cement
শিরোপা খরা কাটাতে ভারতকে চাপ সামলাতে হবে : মিসবাহ কলার কাঁদি ভাগাভাগি নিয়ে ছোট ভাইয়ের হাতে বড় ভাইয়ের মৃত্যু, আটক ৪ কুষ্টিয়াতে কৃষককে কুপিয়ে হত্যা স্কুলছাত্র অন্তর হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার ‘ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী প্রার্থী বাছাই হয়ে গেছে’ এখনো ম্যান সিটি প্রিমিয়ার লিগের শিরোপা জিতেনি, গার্দিওলার সতর্কবাণী সাউথ পয়েন্টে কারাতে বেল্ট বিতরণ আচরণবিধি ভঙ্গ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে : ইসি আহসান হাবিব গাজায় ১০ দিন ধরে চিকিৎসা সামগ্রী পাওয়া যাচ্ছে না মুন্সীগঞ্জের মধ্য কোর্টগাঁও এলাকার পুকুর থেকে লাশ উদ্ধার জাতি-ধর্ম নির্বিশেষে কেউ যেন বৈষম্যের শিকার না হন : রাষ্ট্রপতি

সকল