২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নতুন দুই নাটকে আজমেরী আশা

-

আজমেরী আশা, ২০১২ সালের ভিট তারকাদের একজন। সেই সময়ে তিনি এই রিয়েলিটি শোতে প্রথম রানার্সআপ হয়েছিলেন। কিন্তু তার সময়কালে যারা অভিনয়ে কিংবা বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ শুরু করেছিলেন তাদের কেউই এখন আর নিয়মিত কাজ করছেন না। তাদের মধ্যে একমাত্র আজমেরী আশাই অভিনয়ে নিজের মেধা এবং একাগ্রতা দিয়ে কাজ করে যাচ্ছেন। গেলো বছরের শেষপ্রান্তেও তিনি একটি নাটকের কাজ করেছেন। যাতে তার সহশিল্পী ছিলেন মুক্তি জাকারিয়া। নতুন বছরে তার কাজের শুরুটা হলো গতকাল। গতকাল তিনি এই সময়ের তরুণ মেধাবী নাট্যনির্মাতা বর্ণনাথের পরিচালনায় ‘পাগল হমু ক্যামতে’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে নতুন বছরের কাজ শুরু করেছেন। এই নাটকে তিনি অভিনয় করছেন ইমি চরিত্রে। একই পরিচালকের পরিচালনায় টানা তিন দিন তিনি দুটি নাটকের কাজ করবেন। আরেকটি নাটকের নাম ‘ছোট ভাইয়ের বউ’। এই নাটকে তিনি অভিনয় করবেন পাখি চরিত্রে। দুটি নাটকই রচনা করেছেন রুবেল স্বাধীন বর্ণ। দুটি নাটকেই আশাকে নিয়ে কাজ করা প্রসঙ্গে পরিচালক বর্ণনাথ বলেন, ‘আমার অনেক দিনের ইচ্ছে ছিল আশাকে নিয়ে নাটক নির্মাণের। কিন্তু গল্পে তার সাথে মানায় এমন চরিত্রে কাজ করা হয়ে উঠছিল না। কিন্তু এখন যে দুটি নাটক নির্মাণ করছি দুটি নাটকের দুটি চরিত্রেই আশা বেশ মানানসই। যে কারণে তাকে নিয়ে কাজ করছি। আশা করছি দুটি নাটকে আশা তার মেধা দিয়ে দুটি চরিত্র ফুটিয়ে তুলবেন।’ দুটি নাটকে কাজ করা প্রসঙ্গে আজমেরী আশা বলেন, ‘বর্ণনাথ দাদার নির্দেশনায় এবারই আমার প্রথম কাজ করা। দুটি নাটকের গল্প এবং আমার চরিত্র ভীষণ ভালো লেগেছে। আর আমি শুরু থেকেই খুব বেছে বেছে কাজ করি। এই দুটি নাটকে সেই ধারাবাহিকতাতেই কাজ করা। এই দুটি নাটকে আমার সহশিল্পী হিসেবে আছেন মুকিত জাকারিয়া ভাই ও মারজুক রাসেল ভাই। দু’জনই আমাকে ভীষণ সহযোগিতা করছেন।’ বর্ণনাথ জানান, দুটি নাটক শিগগিরই দু’টি ভিন্ন স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। এদিকে আশা আগামী ১৮ জানুয়ারি আরো একটি নাটকের কাজ করবেন যাতে তার সহশিল্পী মুকিবত জাকারিয়া। ভিট তারকা হওয়ার পর আশা প্রথম তাহসানের বিপরীতে মাসুদুল হাসানের পরিচালনায় ‘তৃতীয় মাত্রা’ নাটকে অভিনয় করেন। তাহসানের বিপরীতেই সর্বশেষ তাহসানের ‘অপ্রাপ্তি’ গানে মডেল হিসেবে কাজ করেন। গত বছর কোরবানির ঈদে রাকেশ বসুর পরিচালনায় ‘ছায়া কায়া’ নাটকে অভিনয় করেও বেশ প্রশংসিত হন তিনি।


আরো সংবাদ



premium cement
ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে খুলনা বিভাগ ও ৬ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ ‘১ টাকার কাজ ১০০ টাকায়, ৯৯ যায় মুজিব কোটে’ রাত পোহাতেই রুদ্ধদ্বার অনুশীলন শুরু বাংলাদেশের সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

সকল