২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পরাণ শুরু করলেন বিদ্যা সিনহা মিম

-

গেল ৩ সেপ্টেম্বর থেকে ময়মনসিংহে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম শুরু করেছেন রায়হান রাফি পরিচালিত নতুন সিনেমা ‘পরাণ’-এর কাজ। এই সিনেমায় কলেজপড়–য়া ছাত্রী অনন্যারূপে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। তবে এর বেশি আপাতত ‘পরাণ’-এর গল্প নিয়ে বলা যাবে না বলে জানান মিম। সিনেমাটিতে মিমের সাথে আরো অভিনয় করছেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। পরাণ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে মিমই অভিনয় করছেন। সিনেমাটিতে অভিনয় প্রসঙ্গে মুঠোফোনে ময়মনসিংহ থেকে বিদ্যা সিনহা মিম বলেন, ‘এবারই প্রথম রায়হান রাফি ভাইয়ের নির্দেশনায় সিনেমাতে কাজ করছি। এর আগেও তার নির্মিত পোড়ামন টু, দহন সিনেমা দর্শকের কাছে দারুণ গ্রহণযোগ্যতা পেয়েছে। এই সিনেমার গল্পটাও এককথায় অসাধারণ। আমি একজন কলেজছাত্রীর ভূমিকায় অভিনয় করছি। রাফি অনেক যতœ নিয়ে প্রতিটি দৃশ্যে শিল্পীদের অভিনয় করানোর চেষ্টা করছেন। আমরা প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে আন্তরিকতা নিয়ে কাজটি করছি। আমার বিশ^াস পরাণও রাফি ভাইয়ের নির্মিত অন্যান্য সিনেমার মতোই দর্শকপ্রিয়তা পাবে। কারণ দর্শকের ভালোলাগার মতোই গল্প যেমন আছে, আমরাও চেষ্টা করছি অভিনীত চরিত্রগুলো যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ বিদ্যা সিনহা মিম জানান, ময়মনসিংহ শহরের আশপাশেই ‘পরাণ’ সিনেমার শুটিং হচ্ছে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত মিম ময়মনসিংহেই শুটিং করবেন। ‘পরাণ’ সিনেমার কাহিনী পরিচালকের। সংলাপ রচনা করেছেন শাহজাহান সৌরভ। এ দিকে দেশের প্রায় সব টিভি চ্যানেলে মিমের নতুন একটি বিজ্ঞাপনচিত্র প্রচার হচ্ছে। এতে তার সহশিল্পী হিসেবে আছেন তাহসান খান। মিম জানান, নতুন এই বিজ্ঞাপনটির জন্যও দারুণ সাড়া পাচ্ছেন তিনি। বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো একটি মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন। পূজার গাওয়া ‘তোমার দেখা যদি পাই’ গানটিতে মডেল হয়েছেন মিম। গানটি লিখেছেন রবিউল ইসলাম জীবন এবং সঙ্গীত পরিচালনা করেছেন আকাশ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছেন চন্দন রায় চৌধুরী। এ দিকে আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পেতে যাচ্ছে মিম অভিনীত গোলাম সোহরাব দোদুল পরিচালিত ‘সাপলুডু’ সিনেমাটি। এতে তার বিপরীতে আছেন এই সময়ের জনপ্রিয় নায়ক আরিফিন শুভ। ‘সাপলুডু’ প্রসঙ্গে বিদ্যা সিনহা মিম বলেন, ‘ প্রত্যেকটি সিনেমাতেই শিল্পী, পরিচালকসহ পুরো ইউনিটই আসলে অনেক কষ্ট করে কাজ করে। নিজের মেধার সর্বোচ্চটুকু দিয়েই কাজ করার চেষ্টা করে। সাপলুডুর ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। গোলাম সোহরাব দোদুল ভাই মেধাবী একজন নির্মাতা। দর্শক তার সিনেমা যদি পছন্দ করেন তাহলে সিনেমা নির্মাণে তিনি নিশ্চয়ই আরো আগ্রহী হবেন।’ শিগগিরই বায়োস্কোপ’-এ প্রচারে আসছে মিমের ওয়েব সিরিজ ‘বিউটি অ্যান্ড বুলেট’।

 


আরো সংবাদ



premium cement
ভারতে দ্বিতীয় পর্বে ৮৮ আসনে ভোট খালেদা জিয়ার সাথে মির্জা ফখরুলের ঘণ্টাব্যাপী বৈঠক গাজায় ইসরাইলের যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ অব্যাহত পাবনায় ১০ কোটি টাকার অনিয়মে ৩ ব্যাংক কর্মকর্তা আটক জীবন্ত মানুষকে গণকবর আগ্রাসন ও যুদ্ধকে ‘না’ বলার আহ্বান মার্কিন মানবাধিকার প্রতিবেদনে আনা অভিযোগ ভিত্তিহীন : পররাষ্ট্র মন্ত্রণালয় বৃষ্টির জন্য সারা দেশে ইসতিস্কার নামাজ আদায় আরো ৩ দিনের হিট অ্যালার্ট তাপপ্রবাহ মে পর্যন্ত গড়াবে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতে ঢাকার ভূমিকা চায় যুক্তরাষ্ট্র বিদ্যুৎ গ্যাসের ছাড়পত্র ছাড়া নতুন শিল্পে ঋণ বিতরণ করা যাবে না

সকল