২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

‘আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ : ইবি শিক্ষার্থীরা

‘আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন’ : ইবি শিক্ষার্থীরা - ছবি : নয়া দিগন্ত

স্থগিত পরীক্ষা গ্রহণের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। শনিবার বেলা সাড়ে ১১টায় ক্যাম্পাসের ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালের পাদদেশ থেকে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিল শেষে সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ‘আমাদের পরীক্ষার রুটিন দেয়ায় আমরা ক্যাম্পাসের পাশের মেসে উঠি। কিন্তু আবারো পরীক্ষা বন্ধ করে দিয়ে আমাদের ফিরে যেতে বলা হচ্ছে। আমাদেরকে নিয়ে পিলো পাসিং খেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিকে সাত কলেজের পরীক্ষা নেয়া হচ্ছে। এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে স্থগিত পরীক্ষা গ্রহণ করতে হবে।’

মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসন ভবনের সামনে মানববন্ধন কর্মসূচিতে মিলিত হয়। এ সময় শিক্ষার্থীরা ‘বসার কথা পরীক্ষার হলে-বসতে হলো রাজপথে’, ‘সাত কলেজে হবে পরীক্ষা-আমাদের কেন অবহেলা?’, ‘হয় পরীক্ষা নাও-না হয় ফাঁসি দাও’, ‘দাবি মোদের একটাই-স্থগিত পরীক্ষা চালু চাই’, ‘সব চলে সব হয়-পরীক্ষা নিতে কিসের ভয়?’ সহ বিভিন্ন দাবি সম্বলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

মানববন্ধন শেষে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রক্টোরিয়াল বডির মাধ্যমে ভিসি অধ্যাপক ড: শেখ আবদুস সালামের কাছে স্মারকলিপি প্রদান করেন তারা।

উল্লেখ্য, করোনাভাইরাসের মহামারীর কারণে প্রায় এক বছর ক্যাম্পাস বন্ধ থাকার পর গত ২২ ডিসেম্বর পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে গত ২২ ফেব্রুয়ারি চলমান পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।


আরো সংবাদ



premium cement
টাঙ্গাইলে বৃষ্টির জন্য ইসতেসকার নামাজ ফুলগাজীতে ছাদ থেকে পড়ে স্কুলছাত্রের মৃত্যু দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ২ কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু চুয়েট শিক্ষার্থীদের সড়কে অবস্থান অব্যাহত, ঘাতক বাসচালক গ্রেফতার তামাক পণ্যে সুনির্দিষ্ট করারোপের দাবিতে এনবিআর চেয়ারম্যানের কাছে ২৫ সংসদ সদস্যের চিঠি প্রাণিসম্পদ প্রদর্শনীতে মহিষের আক্রমণে বাবা-ছেলেসহ আহত ৪ গফরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে সরকার : মির্জা ফখরুল মিরসরাইয়ে মৃত্যুর ১৫ দিন পর ব্যাংক কর্মকর্তার কবর থেকে লাশ উত্তোলন দেশে দেড় হাজার মেগাওয়াট লোডশেডিং, দুর্ভোগে মানুষ

সকল