বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা শিল্পের উন্নয়নে উচ্চশিক্ষা ও শিল্পখাতের মধ্যে কার্যকর সহযোগিতা বাড়াতে রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা’র হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম বিভাগ এবং ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) স্বাক্ষরিত এই চুক্তির প্রধান লক্ষ্য হলো শিক্ষার্থীদের জন্য ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং, ইন্টার্নশিপ, কর্মশালা, গবেষণা ও বাস্তবমুখী শিক্ষা কার্যক্রমের সুযোগ বৃদ্ধি করা। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাত্ত্বিক শিক্ষার পাশাপাশি শিল্পখাতের বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।
রয়েল ইউনিভার্সিটির কনফারেন্স রুমে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স অনুষদের ডিন প্রফেসর ড. মুহাম্মদ আবু বকর সিদ্দিক (দিপু), ডেপুটি রেজিস্ট্রার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো: মশিউর রহমান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান মো: মুরাদ হাসান, হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ট্যুরিজম বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো: আমিনুল আশরাফ এবং প্রভাষক ও কোর্স সমন্বয়ক মিতানুর রহমান।
টোয়াবের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক (ট্রেনিং অ্যান্ড রিসার্চ) মো: মোনিরুজ্জামান, পরিচালক (প্রপার্টি অ্যান্ড অ্যাসেট) জিয়াউর রহমান ও মো: জায়েদুল হক খান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ভিসি প্রফেসর ড. এ. এন. এম. মেশকাত উদ্দিন বলেন, ‘এই সহযোগিতা দেশের পর্যটন ও আতিথেয়তা খাতে দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীরা শিল্পখাতে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন, যা তাদের পেশাগত উন্নয়নে সহায়ক হবে।’
ডক্টর দিপু সিদ্দিকী তার মন্তব্যে উল্লেখ করেন, রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা ও ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের এই সমঝোতা স্মারক উভয়পক্ষের পারস্পরিক উন্নয়ন এবং দক্ষ শ্রমিক বিদেশে প্রেরণে অগ্রণী ভূমিকা রাখবে।
টোয়াবের প্রতিনিধিরা বলেন, ‘এই চুক্তি বাংলাদেশের টেকসই পর্যটন বিকাশে এক নতুন অধ্যায় সূচনা করবে। আমরা একসাথে কাজ করে পর্যটন খাতকে আরো সমৃদ্ধ করতে আগ্রহী।’
অনুষ্ঠানের শেষে উভয় পক্ষ ভবিষ্যতে যৌথভাবে গবেষণা, প্রশিক্ষণ ও টেকসই পর্যটন উন্নয়নের লক্ষ্যে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে।