মহানবীকে অবমাননার প্রতিবাদে শিবচরে মানববন্ধন
- শিবচর (মাদারীপুর) সংবাদদাতা
- ১১ আগস্ট ২০২৩, ১৬:২৯
সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে কটুক্তির প্রতিবাদে নাস্তিক ব্লগার আসাদ নুরের শাস্তির দাবিতে মাদারীপুর শিবচরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ আগস্ট) বিকেলে সর্বস্তরের তৌহিদি জনতার আয়োজনে উপজেলার পুরাতন কাওরাকান্দি ৩ নম্বর ফেরিঘাটে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও আলেম ওলামাসহ বিপুলসংখ্যক মানুষ অংশ নেয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাদের মুসলমানদের কলিজার টুকরো হযরত মোহাম্মদ সা:-কে নিয়ে নানা কুরুচিপূর্ণ ও অশ্লীল ভাষায় ভিডিও মন্তব্য করে ব্লগার আসাদ নুর। এই নাস্তিতকে দ্রুত গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি আমরা। এবং আল্লাহ রাসুল সা:-এর অবমাননাকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানাচ্ছি।
এ সময় উপস্থিত ছিলেন মাওলানা আনোয়ার হোসেন, হাফেজ মিজানুর রহমান, হাজী শাহিন সরদার ও মাদবরের চর ইউপি সদস্য সালাউদ্দিন শরীফ প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা