২২ মে ২০২৪, ০৮ জৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলকদ ১৪৪৫
`


কাশিমপুরে সাজাপ্রাপ্ত প্রাপ্ত আসামির মৃত্যু

- ছবি : নয়া দিগন্ত

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ বন্দী হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ফজলুর রহমান তন্ময় ওরফে তাপসের (৫২) মৃত্যু হয়েছে। তিনি ঢাকার দোহার থানার লোটাখোনা গ্রামের মোজাফফর হোসেনের ছেলে।

কারাগার সূত্রে জানা যায়, ঢাকার ধানমন্ডি থানায় দায়েরকৃত একটি হত্যা মামলায় আদালত ফজলুর রহমান তন্ময়কে মৃত্যুদণ্ডের আদেশ দেন। এছাড়া তিনি অপর একটি মামলায় অস্ত্র আইনে ১৪ বছরের সাজাপ্রাপ্ত বন্দী ছিলেন। তিনি কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২-এ বন্দী ছিলেন। সোমবার রাত সোয়া ১১টার দিকে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে কারা হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। ঢাকায় আনা হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে রাত সোয়া ২টার দিকে ফজলুর রহমান তন্ময়কে মৃত ঘোষণা করেন।

কাশিমপুর কেন্দ্রীয়া কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আব্দুল জলিল বিষয়াটি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।


আরো সংবাদ



premium cement