০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫
`


ফতুল্লায় কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক কোটি টাকার মালামাল

ফতুল্লায় কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন, পুড়ে ছাই কয়েক কোটি টাকার মালামাল - ছবি : নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চ ঘাটের বিপরীতে একটি কাপড়ের মার্কেটে বুধবার সকালে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে পুড়ে গেছে ৩০টি রেডিমেড গার্মেন্টসের দোকানের মালামাল। এতে ক্ষতি হয়েছে কয়েক কোটি টাকা।

ফায়ার সার্ভিসের ৮টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

স্থানীয় বাসিন্দা নিয়াজ মোহাম্মদ নয়া দিগন্তকে জানান, সকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে শাহিন চৌধুরীর মালিকানাধীন কাপড়ের মার্কেটে ভয়াবহ আগুন লাগে। এতে প্রায় ৩০টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। দোকানগুলোতে শাড়ি, থ্রিপিস ও বেবিড্রেস ছিল।

তিনি আরো জানান, এতে কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে স্থানীয় লোকজন ও নারায়ণগঞ্জ মণ্ডলপাড়া থেকে ৬টি ও বিসিক শিল্পনগরী এলাকা থেকে ২টি ফায়ার সার্ভিসের ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়েছে। বিদ্যুতের শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা যায়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিক খাইরুজামান নয়া দিগন্তকে জানান, বেচা-কেনা শেষ করে রাতে দোকান বন্ধ করে বাসায় যাই। সকালে নৈশপ্রহরীর মাধ্যমে খবর পেয়ে এসে দেখি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এখন রাস্তায় বসা ছাড়া কোনো উপায় নেই।

তিনি জানান, নগদ ৪০ হাজার টাকাসহ তার দোকানের প্রায় ১৮ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তার মতো আরো ২৮/২৯ জন দোকান মালিকের দোকানের কাপড়সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

মণ্ডলপাড়া ফায়ার সার্ভিসের কর্মকর্তা আবদুল্লাহ আরেফিন জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ নিয়ে আসে। ক্ষতির পরিমাণ তদন্তের পর জানা যাবে।


আরো সংবাদ



premium cement
জ্বলছে সুন্দরবন, রাতে ছড়িয়ে পড়তে পারে আরো কাজ শুরু করতে পারেনি ফায়ার সার্ভিস, রাতে আরো ছড়িয়ে পড়তে পারে সুন্দরবনের আগুন রামুতে ৬০ লাখ টাকার ইয়াবাসহ ২ কারবারী আটক ৪০ ডিগ্রির নিচে নামল দেশের সর্বোচ্চ তাপমাত্রা তিন দিন ৩ ঘণ্টা করে শাহজালালে বন্ধ থাকবে ফ্লাইট ওঠানামা ‘২০৩০ সালের মধ্যে ১০০ বিলিয়ন ডলার রফতানি আয় করবে পোশাক শিল্প’ প্যারিসে গুলিতে একজন নিহত, বেশ ক’জন আহত ভৌগোলিক কারণে সিঙ্গাপুরের জন্য চট্টগ্রাম খুবই গুরুত্বপূর্ণ : হাই কমিশনার গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত শ্রদ্ধা-ভালোবাসায় বিদায় নিলেন সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ফেনীতে চাঁদা না পেয়ে অপহরণ করে মুক্তিপণ আদায়, গ্রেফতার ৪

সকল