২০ মে ২০২৪, ০৬ জৈষ্ঠ ১৪৩১, ১১ জিলকদ ১৪৪৫
`


বেতন ভাতা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও ভাংচুর

বেতন ভাতা পরিশোধের দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, কর্মবিরতি ও ভাংচুর - নয়া দিগন্ত

গাজীপুরে শতভাগ বেতন ভাতা পরিশোধের দাবিতে সোমবার গাজীপুরের কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ, কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট করেছে। এ সময় তারা কারখানায় ভাংচুরও করেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। শ্রমিক অসন্তোষের মুখে ডিবিএল গ্রুপের একটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার ও স্থানীয়রা জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে লকডাউন চলাকালে যে সকল কারখানায় শ্রমিকরা কাজ করতে পারেনি শ্রম আইন অনুযায়ি তাদের বেতনের ৬০শতাংশ প্রদানের সিদ্ধান্ত দেয়া হয়। কিন্তু গাজীপুরের কাশিমপুরের বারেন্ডা কাজী মার্কেট এলাকাস্থিত ডিবিএল (দুলাল ব্রাদার্স লিমিটেড) গ্রুপের জিন্নাত পোশাক কারখানার শ্রমিকরা ওই সিদ্ধান্ত না মেনে গত কয়েক দিন ধরে কারখানা কর্তৃপক্ষের কাছে শতভাগ বেতনভাতা পরিশোধের দাবি জানিয়ে আসছিল।

এ পোশাক কারখানায় প্রায় ১৩ হাজার শ্রমিক কাজ করে। ওই কারখানার শ্রমিকরা সোমবার সকালে কারখানায় এসে কাজে যোগ দেয়। সকাল ৯টার দিকে শতভাগ বেতন পরিশোধের দাবিতে তারা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে গিয়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে। শ্রমিকদের বিক্ষোভের মুখে কারখানা কর্তৃপক্ষ সরকারের ঘোষণা অনুযায়ী শতকরা ৬০ ভাগ বেতন পরিশোধের আশ্বাস দেয়। কিন্তু শ্রমিকরা ওই ঘোষণা প্রত্যাহার করে তাদের বিক্ষোভ ও অবস্থান ধর্মঘটসহ আন্দোলন কর্মসূচি অব্যহত রাখে।

দীর্ঘ সময় অপেক্ষার পরও কর্তৃপক্ষ আন্দোলনরতদের দাবি মেনে না নেয়ায় দুপুরের দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠে। কারখানা কর্তৃপক্ষ শতকরা ৬০ ভাগ বেতন প্রদানের সরকারি সিদ্ধান্তের বাইরে আন্দোলনরতদের দাবি মেনে নিতে অপারগতা প্রকাশ করে। এ সময় উত্তেজিত কিছু শ্রমিক কারখানায় হামলা চালিয়ে ও ইট পাথর ছুড়ে দরজা জানালার কাঁচসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে। পুলিশ আন্দোলনরতদের বুঝিয়ে শান্ত করার চেষ্টার একপর্যায়ে বিকেল আড়াইটার দিকে শ্রমিকরা তাদের আন্দোলন স্থগিত ঘোষণা করে কারখানা এলাকা ত্যাগ করে। এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কারখানা দুদিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর ইসলাম হোসেন ও শ্রমিকরা জানান, একই দাবিতে সোমবার সকাল ৯টা হতে গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ি এলাকার বে-ফুট ওয়্যার কারখানার শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছে। এ সময় কারখানা কর্তৃপক্ষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের বেতন ভাতাদি পরিশোধের আশ্বাস দিলে দুপুরে আন্দোলন প্রত্যাহার করে শ্রমিকরা কাজে যোগ দেয়।

এছাড়াও একই দাবিতে কালিয়াকৈরের পল্লী বিদ্যুত এলাকার ফার ইস্ট নিটিং এন্ড ডায়িং পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকাল হতে বিকেল পর্যন্ত কর্মবিরতি ও বিক্ষোভ করেছে।

গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর রেজাউল করিম রেজা জানান, সোমবার ছিল এ কারখানার শ্রমিকদের বেতন ভাতা পরিশোধের পূর্ব নির্ধারিত তারিখ। করোনা পরিস্থিতির কারণে সরকারের সিদ্ধান্তানুযায়ী শতকরা ৬০ ভাগ হারে শ্রমিকদের বেতন তাদের মোবাইল একাউন্টে পাঠিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। তারা শতভাগ বেতনের দাবিতে সকাল ৯টা হতে কর্ম বিরতি ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিক ও কারখানা মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে। আলোচনা শেষে শ্রমিকরা বিকেল সাড়ে ৪টার দিকে তাদের আন্দোলন কর্মসূচি স্থগিত করে কারখানা এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।


আরো সংবাদ



premium cement
ফের ইংলিশ লিগ চ্যাম্পিয়ন ম্যানসিটি ম্যানসিটির টানা চতুর্থ শিরোপা কেএনএফের তৎপরতার প্রতিবাদে বান্দবানে মানববন্ধন তাপপ্রবাহের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ের জন্য নতুন নির্দেশনা ‘ভুয়া তথ্য’ ছড়িয়ে কিরগিজস্তানে বিদেশী শিক্ষার্থীদের ওপর হামলা রংপুরে হুমকি দাতা ইউপি মেম্বারকে তলব করল রিটার্নিং কর্মকর্তা রোহিঙ্গা গ্রামে আরাকান আর্মির হামলা ও অগ্নিসংযোগ মিরপুরে ব্যাটারি চালিত রিক্সাচালক ও পুলিশ সংঘর্ষ : আহত অর্ধশত লজ্জাহীনতার বার্তা শিশুদের মনে দুর্ঘটনার কবলে ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার গুরুতর আঞ্চলিক সঙ্কটে পরিণত হয়েছে রোহিঙ্গা সমস্যা : পররাষ্ট্রমন্ত্রী

সকল