২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

আহমেদাবাদের পিচ নিয়ে নানামুখি মন্তব্য

আহমেদাবাদের পিচ নিয়ে নানামুখি মন্তব্য - ছবি : সংগৃহীত

দুদিনেই শেষ টেস্ট। ভারত জিতেছে ১০ উইকেটে। আহমেদাবাদ টেস্ট নিয়ে তাই চলছে আলোচনা সমালোচনা। সবার নজর পিচের দিকে। কেমন পিচ তৈরি করা হলো, দুই দিনেই রেজাল্ট হলো টেস্ট ম্যাচের। যা গত ৮৫ বছরের মধ্যে প্রথম। আর ১০০ বছর পর সবচেয়ে কম সময়ে হারলো ইংল্যান্ড।

দুই দিনে ইংল্যান্ড দুইবার অল আউট। ইংল্যান্ডের ২০ উইকেটের মধ্যে ১৯টিই নিয়েছেন ভারতীয় স্পিনাররা। সেই হিসেবে ইংলিশ স্পিনাররাও ভালো করেছে। কিন্তু ম্যাচ হেরে যাওয়ায় আহমেদাবাদের পিচকে কাঠগড়ায় তুলেছেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে এমন পিচে ভয়াবহ কিছু দেখছেন না ভারত অধিনায়ক বিরাট কোহলি। ভারতীয় সাবেক ক্রিকেটার যুবরাজ সিং অবশ্য হালকা কটাক্ষ করেছেন পিচ নিয়ে। সাথে শুভ কামনাও জানিয়েছেন টিম ইন্ডিয়াকে।

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় টেস্ট খেলতে নেমে ভারতের স্পিনার অক্ষর প্যাটেল ৭০ রানে নেন ১১ উইকেট। অভিজ্ঞ অশ্বিন ৭৪ রানে ৭ উইকেট নেওয়ার পথে পেরিয়ে যান ক্রিকেটের সবচেয়ে প্রাচীন সংস্করণে ৪০০ উইকেটের মাইলফলক।

কম যাননি সফরকারীদের স্পিনাররাও। জ্যাক লিচকে ছাপিয়ে রুট হয়ে ওঠেন ‘বিশেষজ্ঞ’ বোলার। ক্যারিয়ারসেরা বোলিংয়ে মাত্র ৮ রানে ৫ উইকেট নেন তিনি। টেস্টে কোনো স্পিনারের সবচেয়ে কম রানে ৫ উইকেট শিকারের দ্বিতীয় সেরা নজির এটি।

ম্যাচশেষে নরেন্দ্র মোদি স্টেডিয়ামের পিচ সম্পর্কে ইংলিশ অধিনায়ক রুটের বিশ্লেষণ, ‘উইকেট কেমন ছিল তা এতেই বোঝা যায় যে, সেখানে আমিও ৫ উইকেট পেয়েছি।’

নিজেদের দায়ও দেখছেন তিনি, ‘আমার মনে হয়, এই পিচে ২৫০ রান যথেষ্ট হতো। তবে ইনিংস শুরু করা খুবই কঠিন ছিল। যারা ভালো শুরু পেয়েছিল, তারা সেটা কাজে লাগাতে পারলে অন্যরকম কিছু ঘটত। আমি নিজেও এক্ষেত্রে দোষী। প্রতিটি রানই গুরুত্বপূর্ণ এবং আপনাকে সেটা নিতে হবে, যেন আপনি একটা শক্তিশালী অবস্থানে পৌঁছাতে পারেন।’

তবে ভারত অধিনায়ক কোহলির মতামত ভিন্ন ভাবে- ‘সত্যি বলতে, আমার মনে হয়, দুদলের কেউই মানসম্পন্ন ব্যাটিং করেনি। সবাই খুব তাড়াহুড়ো করেছে এবং দুপক্ষই পরিকল্পনা প্রয়োগ করতে পারেনি। প্রথম দিনে বল দারুণভাবে ব্যাটে আসছিল, কিছু কিছু বল টার্ন করেছে এবং ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। দুদলের ব্যাটিংই সচরাচরের চেয়ে খারাপ হয়েছে।’

অন্যদিকে যুবরাজ সিং কটাক্ষ করে বলেছেন, এই পিচে বল করলে হাজার উইকেট পেতেন অনিল কুম্বলে। যুবরাজ টুইটে উল্লেখ করেন, ‘দুদিনে ম্যাচ শেষ হওয়া টেস্ট ক্রিকেটের পক্ষে ভালো উদাহরণ কিনা, সে বিষয়ে নিশ্চিত নই। যদি অনিল কুম্বলে ও হরভজন সিং এ ধরনের পিচে বল করতো, তবে ওদের ঝুলিতে আরো অনেক বেশি উইকেট থাকত? যাই হোক, অভিনন্দন ভারতকে। অক্ষর প্যাটেলের কী অসাধারণ স্পেল ছিল! অভিনন্দন অশ্বিন ও ইশান্তকেও।’


আরো সংবাদ



premium cement