২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

সামিট গ্রুপের উপদেষ্টা পদে যোগদান করেছেন কামরুজ্জামান

-

রূপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি লিমিটেডের প্রাক্তন ব্যবস্থাপনা পরিচালক ও পেট্রোবাংলার সাবেক পরিচালক মো: কামরুজ্জামান সম্প্রতি সামিট গ্রুপের উপদেষ্টা পদে যোগদান করেছেন। কামরুজ্জামান বাংলাদেশের প্রথম ভাসমান স্টোরেজ এবং রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) এবং স্থলভিত্তিক টার্মিনাল স্থাপনকারী দলের সফলভাবে নেতৃত্ব দেন। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের প্রাত্তন ছাত্র। পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে গ্যাস ইঞ্জিনিয়ারিংয়ের ওপর আরেকটি ডিগ্রি সম্পন্ন করেন। পরে তিনি যুক্তরাজ্যের স্টিরলিং বিশ্ববিদ্যালয় থেকে টেকনোলজি ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি অর্জন করেন। কামরুজ্জামান বলেন, ‘সামিট, বাংলাদেশের বিদ্যুৎ এবং জ্বালানি খাতে উজ্জ্বলতম দৃষ্টান্ত স্থাপন করেছে। সম্প্রতি সামিট বিচক্ষণতার পরিচয় দিয়ে যুক্তরাষ্ট্রের কমনওয়েলথ এলএনজির সাথে বছরে ১০ লাখ টন এলএনজি গ্রহণের চুক্তি স্বাক্ষর করেছে। আমি দেশের নিরাপদ জ্বালানি খাতে কাজ চালিয়ে যেতে চাই।’ বিজ্ঞপ্তি।


আরো সংবাদ



premium cement