৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫
`


লালমোহনে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ

লালমোহনে আশ্রয় কেন্দ্রে শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ - নয়া দিগন্ত

ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় আমফানের ক্ষতি থেকে বাঁচতে আশ্রয় কেন্দ্রে অবস্থান করা মানুষের মাঝে শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকাল থেকে উপজেলার ৯ ইউনিয়নের আশ্রয় কেন্দ্রের মানুষের মাঝে এসব শুকনো খাবার ও ইফতার সামগ্রী বিতরণ করেন ভোলা-৩ আসনের এমপি নূরুন্নবী চৌধুরী শাওন।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, ওসি মীর খায়রুল কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অপূর্ব দাস প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা যায়, উপজেলায় মঙ্গলবার রাত থেকে শুরু হয় ঘূর্ণিঝড় আমফানের প্রভাব। এতে করে রাত থেকেই বৃষ্টি ও ধমকা হওয়া বইতে থাকে পুরো উপজেলায়। যার ফলে বন্ধ রয়েছে পুরো উপজেলার বিদ্যুৎ সরবরাহ। বর্তমানে উপজেলার মোট ১৯০ টি আশ্রয় কেন্দ্রে প্রায় ৩৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছে।
এছাড়াও ১৬ হাজার গবাদি পশুকেও নিরাপদে আশ্রয়ে রাখা হয়েছে। ঘূর্ণিঝড় আমফান সম্পর্কে যেকোনো তথ্য জানতে/জানাতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে কন্ট্রোল রুম।


আরো সংবাদ



premium cement