আমির হোসেন আমুর খালাত ভাই ডা: রাহাত কারাগারে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
আমির হোসেন আমুর খালাত ভাই ডা: রাহাত
আমির হোসেন আমুর খালাত ভাই ডা: রাহাত |সংগৃহীত

সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাত ভাই আওয়ামী লীগ নেতা ডা: খন্দকার রাহাত হোসেনকে (৫৭) কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শুক্রবার (২৩ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষাপটে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদ তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে জহিরুল ইসলাম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (২২ মে) বিকেল পৌনে ৪টার দিকে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে ডা: খন্দকার রাহাত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।