হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি পরীক্ষা আগামী ৫ মে থেকে শুরু হতে যাচ্ছে।
আজ সোমবার হাবিপ্রবির জনসংযোগ শাখার পরিচালক মো: খাদেমুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের এক হাজার ৭৯৫টি আসনের বিপরীতে চারটি ইউনিটে ৭২ হাজার ৯৯৩ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছে। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২৫ হাজার ৪০৬ জন, ‘বি’ ইউনিটে ২২হাজার ২৯৫ জন, ‘সি’ ইউনিটে ছয় হাজার ৮৪৯ জন এবং ‘ডি’ ইউনিটে ১৮ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। টেকনিক্যাল সমস্যার কারণে চারজন শিক্ষার্থীর আবেদন পেন্ডিং রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ ভর্তি পরীক্ষা থেকে বেরিয়ে এবার প্রথম নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তি পরীক্ষা নিচ্ছে হাবিপ্রবি। ৫ মে ‘এ’ ইউনিট, ৬ মে ‘বি’ ইউনিট, ৭ মে ‘সি’ এবং ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
ভর্তি পরীক্ষার বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.hstu.ac.bd) থেকে জানা যাবে বলে অবহিত করা হয়েছে। সূত্র : বাসস