সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাত ভাই ও আওয়ামী লীগ নেতা ডা: খন্দকার রাহাত হোসেনকে গ্রেফতার করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ মে) বিকেল পৌনে ৪টায় উত্তরার এয়ারপোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে ডিবি উত্তরা বিভাগের একটি দল।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
এতে বলা হয়েছে, গ্রেফতার হওয়া ডা: খন্দকার রাহাত হোসেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমুর খালাত ভাই এবং শেখ হাসিনাসহ শেখ পরিবারের অত্যন্ত আস্থাভাজন ব্যক্তি হিসেবে পরিচিত।
বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় তার বিরুদ্ধে রামপুরা থানায় মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি। বিবিসি



