টাঙ্গাইলের দেলদুয়ারে নবীকে নিয়ে কটুক্তি : যুবক আটক

টাঙ্গাইলের দেলদুয়ারে নবীকে নিয়ে কটুক্তি ও অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় অখিল চন্দ্র মন্ডল (৪০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

Location :

Delduar
টাঙ্গাইলের দেলদুয়ারে নবীকে নিয়ে কটুক্তি : যুবক আটক
টাঙ্গাইলের দেলদুয়ারে নবীকে নিয়ে কটুক্তি : যুবক আটক |নয়া দিগন্ত

দেলদুয়ার (টাঙ্গাইল) সংবাদদাতা

টাঙ্গাইলের দেলদুয়ারে নবী (সা:) কে নিয়ে কটুক্তি ও অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করায় উপজেলা সদর ইউনিয়ন থেকে অখিল চন্দ্র মন্ডল (৪০) নামে এক হিন্দু যুবককে আটক করে উপজেলা প্রশাসন।

রোববার (৬ এপ্রিল) দুপুর ১২ টার দিকে উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।

আটক অখিল চন্দ্র মন্ডল (৪০) উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার গেদু চন্দ্র মন্ডলের ছেলে।

জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ারে নবী (সা:) কে নিয়ে কটুক্তি ও অশোভন কার্টুন সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে উপজেলা সদর ইউনিয়নের দেলদুয়ার দক্ষিণ পাড়ার গেদু চন্দ্র মন্ডলের ছেলে অখিল চন্দ্র মন্ডল (৪০) নামের এক যুবক। পোস্টটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকার ধর্মপ্রাণ লোকজন বিক্ষুব্দ হয়ে ওঠেন। তারা সংঘবদ্ধ হয়ে ওই যুবকের নিজ কর্মস্থল দেলদুয়ার দক্ষিণ বাজারের জুয়েলারী দোকানে গেয়ে বিষয়টি জানতে চায়। পরে চারপাশের অবস্থা উত্তপ্ত দেখে অভিযুক্ত অখিল পাশের আরেকটি দোকানে আশ্রয় নেয়। এসময় বিক্ষুব্দ জনগণ দোকানের চারপাশ ঘিরে রাখে।

খবর পেয়ে দেলদুয়ার থানা পুলিশ ও স্থানীয় বিএনপি নেতারা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে জানানো হয়।

এরমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাব্বির আহমেদ ঘটনাস্থলে পৌছে সবাইকে শান্ত করার চেষ্টা করেন।

এসময় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছার আগেই বিক্ষিপ্ত কিছু জনতা ওই যুবককে দোকানের ভেতর মারধর করে।

এ সময় পুলিশ সদস্য ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: আজাদ মিয়া জনতার হাত থেকে ওই যুবককে উদ্ধার করে সিএনজিতে তুলে দেন। পরে সেনাবাহিনীর সহায়তায় ওই যুবককে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।

এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এদিকে দুপুর সাড়ে ১২ টার দিকে বিক্ষুব্দ জনতা উপজেলা পরিষদের সামনে অবস্থান নিয়ে প্রতিবাদ জানায় এবং স্লোগান দিতে থাকে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, ‘এ বিষয়ে যত দ্রুত সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নেয়া হবে।’