সিলেবাস

বাংলা প্রথম পত্র গদ্যাংশ : মানুষ মুহম্মদ (স.)

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

প্রিয় ২০১৯ সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের গদ্যাংশ ‘মানুষ মুহম্মদ (স.)’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
২৭। ‘মানুষ মুহাম্মদ (স.)’ প্রবন্ধের বক্তব্য প্রকাশের প্রধান বিষয়বস্তু কী?
ক) মহানবীর ধর্মপ্রচার
খ) মহানবীর মানবীয় গুণাবলি
গ) মহানবীর কর্মমুখর জীবন
ঘ) মহানবীর মানবীয় জীবনাচরণ
২৮। হজরত মুহাম্মদ (স.)-এর দেহ সৌন্দর্য ও চরিত্র মাধুরীর সাথে মিশে নর-নারীর একান্ত প্রিয় করে তুলেছিল কোনটি?
র ) দুঃখ বেদনা
রর ) মানবীয় গুণ
ররর ) ক্ষমা ও মাহাত্ম্য
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও ররর ঘ) র ও রর
২৯। হুদায়বিয়ার সন্ধি মুসলমানদের জন্য ছিলÑ
ক) গৌরবের খ) অনুপ্রেরণার
গ) আশীর্বাদের ঘ) অপমানের
৩০। হযরত মুহাম্মদ (স.)-এর মানবিক গুণ হলোÑ
র ) ভ্রাতৃপ্রেম
রর ) পৌত্তলিকদের ভালোবাসা
ররর ) ক্ষমার আদর্শ প্রতিষ্ঠা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর ও ররর
গ) ররর ঘ) র ও ররর
৩১। ইসলাম প্রচার করতে গিয়ে হজরত কোথায় ভীষণ পরীক্ষার সম্মুখীন হন?
ক) মক্কা খ) মদিনা
গ) কুফা ঘ) তায়েফ
৩২। মোহাম্মদ ওয়াজেদ আলী কোনো পত্রিকায় কর্মরত ছিলেন না?
ক) মরু ভাস্কর খ) দৈনিক সেবক
গ) সাপ্তাহিক সওগাত ঘ) দি মুসলমান
৩৩। মানুষ মুহাম্মদ (স.) প্রবন্ধে আবুবকরকে কোনো বিশেষণে ভূষিত করা হয়নি?
ক) স্থিতধী খ) বৃদ্ধ
গ) মহামতি ঘ) কোনোটিই নয়
৩৪। কাবা শরিফ কোথায় অবস্থিত ?
ক) মক্কায় খ) মদিনায়
গ) তায়েফে ঘ) সৌদি আরবে
৩৫। ‘আমি এমন এক নারীর সন্তান, সাধারণ শুষ্ক মাংসই ছিল যাঁহার নিত্যকার আহার্য’Ñ মহানবী (স.)-এর এ উক্তিতে প্রকাশ পেয়েছে তাঁরÑ
র) অকপট সত্যভাষা
রর) নিজের ক্ষুদ্রতা ও তুচ্ছতাবোধ
ররর) নিজের অকিঞ্চিৎকরতা
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) রর ও ররর ঘ) র, রর ও ররর
উত্তর : ২৭.খ, ২৮.ক, ২৯.ঘ, ৩০.ঘ, ৩১.ঘ, ৩২.ক, ৩৩.ঘ, ৩৪.ক, ৩৫.ঘ।

আরো সংবাদ