অর্থ-শিল্প-বাণিজ্য

ইউসিটিসির নতুন ভিসি মুহাম্মদ ইউনুছ

প্রফেসর মুহাম্মদ ইউনুছ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো: আবদুল হামিদ ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চট্টগ্রামের (ইউসিটিসি) প্রথম ভিসি হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুছকে নিয়োগ দিয়েছেন। ৮ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়, ভিসি হিসেবে প্রফেসর মুহাম্মদ ইউনুছের নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ হতে চার বছর। প্রফেসর মুহাম্মদ ইউনুছ জাতিসঙ্ঘের আর্থিক অনুদানে ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতে ব্যবস্থাপনা বিষয়ে উচ্চতর ট্রেনিং নিয়েছেন। এ ছাড়া অ্যাকাডেমিক কার্যাবলী পরিদর্শনে পাকিস্তান, মালয়েশিয়া ও সৌদি আরব ভ্রমণ করেন। দেশ ও বিদেশে তার প্রকাশিত গবেষণা প্রবন্ধের সংখ্যা ১৫টি। সরকারি মুসলিম হাইস্কুল, সরকারি কমার্স কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীতে দ্বিতীয় স্থান অধিকার করায় তিনি এসএসসি, এইচএসসি, অনার্স ও মাস্টার্স চারটি পরীক্ষাতেই স্বর্ণপদক লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয় গাজীপুর (বর্তমান কুষ্টিয়া), ইউএসটিসিসহ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ৩০ বছরেরও বেশি সময় শিক্ষকতা শেষে ২০১৭ সাল থেকে ইউসিটিসিতে অধ্যাপক, ডিন ও ভারপ্রাপ্ত ভিসি হিসেবে নিয়োজিত ছিলেন। বিজ্ঞপ্তি

 

 

আরো সংবাদ